নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বাংলাদেশ-ভারতের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি আগামীকাল। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি। ম্যাচের আগের ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সফরকারীদের সমীহ করলেন অধিনায়কের দায়িত্ব পাওয়া ওপেনার রোহিত শর্মা। তিনি সাকিব-তামিম বিহীন বাংলাদেশও বেশ শক্তিশালী মানছেন।
তিনি বলেন, ‘আমি জানি ওদের স্কোয়াডে গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড় নেই। কিন্তু দলে ভালো মানের আরও অনেত খেলোয়াড় আছে এবং তারা যে কাউকে হারাতে পারে।’
টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ভারত। সম্প্রতি বেশ কয়েকবার ভারতকে বিপদে ফেলেছিল বাংলাদেশ। সে কথা উল্লেখ করে রোহিত বলেন, সাকিব-তামিম না থাকলেও আমরা বেশ সতর্ক। বাংলাদেশ খুব ভালো দল। আমরা সবাই দেখেছি ওরা কেমন প্রতিদ্বদ্ধিতা করতে পারে। ঘরে বা বাইরে ওরা খুবই শক্তিশালী দল। ওরা সব সময় আমাদের চাপে ফেলে। ওদের আমরা কখনো অন্যভাবে দেখি না।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।