নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
র্যাংঙ্কিংয়ে নিজেদের অবস্থান কত? স্বাভাবিকভাবেই এই প্রশ্নের উত্তর থাকে সব অধিনায়কেরই মুখস্ত। অথচ সবাইকে অবাক করলেন ভারতীয় ভারপ্রাপ্ত টি-টোয়েন্টি অধিনায়ক রোহিত শর্মা। টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে ভারতের এই নিয়মিত সহ-অধিনায়ক রীতিমতো দ্বিধায় পড়ে গেলেন। উত্তর খুঁজতে লাগলেন নিজে মতো করেই!
বিষয়টা অবাক হওয়ার মতোই। রোহিত ভারতের টি-টোয়েন্টি র্যাঙ্কিং জানেন না! দ্বিধাগ্রস্থ রোহিত বিড়বিড় করতে লাগলেন : ভারত র্যাংঙ্কিংয়ে কত- পঞ্চম না ষষ্ঠ! নিজেদের র্যাংঙ্কিংয়ে উন্নতির বিষয়ে বলতে রিয়ে রোহিত নিজেদের কাজটা ঠিকঠাকমতো করারই তাগিদ দিলেন, ‘আমরা বোধহয় টি-টোয়েন্টি র্যাংঙ্কিংয়ে পঞ্চম বা ষষ্ঠ। কত? সম্ভবত পাঁচে? হ্যাঁ পাঁচেই। এ ব্যাপারে আমি পুরোপুরি নিশ্চিত নই। তবে আমি আমার কাজটুকু ঠিকঠাক মত করি।’
ভারতের এই ভারপ্রাপ্ত অধিনায়ক বলেন, ‘আমরা র্যাংঙ্কিংয়ে উন্নতি ঘটাতে চাই। আমরা তিন ফরম্যাটের শীর্ষে থাকতে চাই। এমন কোনো কারণ নেই যার কারণে আমরা শীর্ষে থাকতে পারব না।’
টি-টোয়েন্টিতে লক্ষ্য তাড়া করতে নামলে ভারত সফল দল, সন্দেহ নেই। কিন্তু প্রথমে ব্যাটিং করলেই প্রায়ই দৈণদশা শুরু হয় দলটির। ঘরের মাঠে কয়দিন আগেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ধ্বসে পড়েছিল ভারতের ব্যাটিং লাইনআপ। তবে নির্ভার রোহিত জানালেন ঘাটতির কথা, ‘পরিসংখ্যান দেখেছি। আমরা লক্ষ্য তাড়া করতে নামলে কেমন করি, প্রথমে ব্যাট করলেই বা কেমন করি। দেশে হোক বা বাইরে- তাড়া করতে নামলে আমরা ভালো করি। আমরা লক্ষ্য ছুঁড়ে দিয়ে প্রতিপক্ষকে আটকে রাখার বিষয়টি নিয়ে কাজ করছি। এই জায়গায় আমাদের ঘাটতি আছে।’
বাংলাদেশের বিপক্ষেও প্রথমে ব্যাট করার ‘দুঃসাহস’ করতে পারেন, এমন ইঙ্গিত দিয়ে ভারতীয় দলপতি বলেন, অস্ট্রেলিয়া বিশ্বকাপের আগে আমরা সব জায়গায় দক্ষ হতে চাই। তবে একইসাথে আমরা ম্যাচও জিততে চাই। এটাই প্রথম মনোযোগ।’
ভারতীয় এই মারকুটে ওপেনার সেই সঙ্গে জানালেন নিজেদের সাফল্যের কথাও, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাঙ্গালুরুতে কঠিন পিচ ছিল, আমরা প্রথমে ব্যাট করতে নেমে নিজেদের চ্যালেঞ্জ জানিয়েছিলাম।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।