Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শীর্ষস্থান দখলের লড়াইয়ে আজ মাঠে নামবে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৯, ৪:৫৫ পিএম

স্প্যানিশ লা লিগার শীর্ষস্থান দখলের লড়াইয়ে রিয়াল বেতিসের বিপক্ষে আজ মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে দু'দলের ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত ২টায়। এছাড়া ইতালিয়ান সিরিআয় শীর্ষস্থান মজবুত করার লক্ষ্যে তোরিনোর মুখোমুখি হবে রোনালদোর য়্যুভেন্তাস। ম্যাচটি মাঠে গড়াবে রাত পৌনে ২টায়।
লা লিগায় পয়েন্ট টেবিলে মাত্র ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। তারপরেই দ্বিতীয় অবস্থানে রিয়াল মাদ্রিদের অবস্থান। তাই বার্সাকে হটিয়ে শীর্ষস্থানে ওঠার মিশনে এবার সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল বেতিসের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোদের বর্তমান ফর্ম বলছে ভালো অবস্থানে আছে স্বাগতিকরা। শেষ ২ ম্যাচেই জয় আছে তাদের।
অন্যদিকে, সিরিআ'য় শীর্ষস্থান আরো মজবুত করতে তোরিনোর মাঠে নামবে জুভেন্তাস। টেবিলে মাত্র ১ পয়েন্ট কম নিয়ে তাদের ঘাড়েই নিশ্বাস ফেলছে ইন্টার মিলান। তাই এ ম্যাচটা জিততেই হবে ওল্ড লেডিদের। তোরিনোর বিপক্ষে লিগে শেষ ৫ ম্যাচের ৩টিতে জয় আছে জুভদের। তাই এবারো জয় নিয়েই মাঠ ছাড়তে চাইবে রোনালদোরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ