নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
সিলেট বিভাগের পেসার ইবাদত হোসেনের পেস তোপে ভেঙে পড়েছে বরিশালের পুরো ব্যাটিং লাইনআপ। এই ডানহাতি পেসার শিকার করেছেন ৫ উইকেট। তার তোপে প্রথম ইনিংসে বরিশাল গুটিয়ে গেছে মাত্র ১৬২ রানে।
আজ শনিবার লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামা বরিশালকে একদম শুরু থেকে ভুগিয়েছেন ইবাদত। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের চতুর্থ ওভারেই শাহরিয়ার নাফিসকে এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি। তিন বল পর এবাদত বোল্ড করেন প্রতিপক্ষ অধিনায়ক ফজলে মাহমুদ রাব্বিকে। দুই ব্যাটসম্যানের কেউই রানের খাতা খুলতে পারেননি।
বরিশালের ইনিংসের তৃতীয় উইকেটটিও গেছে এবাদতের ঝুলিতে। ২৫ রানে ৩ উইকেট খুইয়ে ফেলা দলটি আর ঘুরে দাঁড়াতে পারেননি। তাদের ইনিংসের শেষ দিকে আরও দুজন ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান ইবাদত। সবমিলিয়ে ১৬ ওভারে ৪ মেডেনসহ মাত্র ৩৬ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন তিনি।
প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট নেওয়ার স্বাদ পেয়েছেন ইবাদত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।