Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছিটকে গেলেন জো ডেনলি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৯, ৩:২৭ পিএম | আপডেট : ৩:৫৪ পিএম, ২ নভেম্বর, ২০১৯

ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছিলেন অপ্রত্যাশিতভাবেই। বেশ কয়েকজন নিয়মিত খেলোয়াড়ের বিশ্রামে দরজা খুলে গিয়েছিল জো ডেনলির। কিন্তু চোট সুযোগটা কাজেই লাগতে দিলো না। অ্যাঙ্কেলের চোটে নিউজিল্যান্ড সফরের টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়ে গেছে এই ব্যাটসম্যানের।
নিউজিল্যান্ড সফরে ইংল্যান্ড খেলবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। গতকাল শুক্রবার ক্রাইস্টচার্চে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল দল দুটি। দলের নিয়মিত খেলোয়াড়ের বেশ কয়েকজন বিশ্রামে থাকায় স্কোয়াডে জায়গা হয়েছিল ডেনলির। ক্রাইস্টচার্চের ম্যাচে খেলা জোর সম্ভাবনাও ছিল তার। কিন্তু ম্যাচের আগে অনুশীলনে পাওয়া অ্যাঙ্কেলের চোটে খেলা হয়নি। এবার পুরো সিরিজই শেষ হয়ে গেল এই ব্যাটসম্যানের।
ঘরের মাঠের অ্যাশেজে খেলেছেন ডেনলি। চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে করেছেন ৩১২ রান। তারই ধারাবাহিকতায় নিউজিল্যান্ডের টি-টোয়েন্টির সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজের স্কোয়াডেও আছেন ৩৩ বছর বয়সী ব্যাটসম্যান। ডেনলি এখন টেস্ট সিরিজ সামনে রেখে সেরে ওঠার কাজ করবেন বলে জানিয়েছেন ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ