Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

রোহিত সম্পূর্ণ সুস্থ, বিসিসিআইয়ের বিবৃতি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৯, ১২:১৩ এএম

ভারতীয় ভারপ্রাপ্ত টি-টোয়েন্টি অধিনায়ক রোহিত শর্মার চোটে আশঙ্কা তৈরি হয়েছিল ভারতীয় শিবিরে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে জানিয়েছে, ‘শুক্রবার নেটে ব্যাটিং করার সময় রোহিত শর্মার বাঁ-দিক আবডোমেনে বল লেগেছিল৷ কিন্তু এখন ও সম্পূর্ণ সুস্থ৷ রোববার প্রথম ম্যাচ খেলতে ওর (রোহিত) কোনও সমস্যা নেই৷’
রোহিতের চোট ছোট হলেও উদ্বিগ্ন ছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। চোট বিশেষ গুরুতর না-হলেও সতর্কতা অবলম্বন করেই মাঠ ছেড়েছেন রোহিত৷ বিরাটহীন এই দলের ব্যাটিং শক্তি অনেকটাই রোহিতের উপর নির্ভরশীল৷ দলের অস্থায়ী অধিনায়ক রোহিতকে এদিন নেটে থ্রো-ডাউন প্র্যাকটিস করাচ্ছিলেন ব্যাটিং কোচ বিক্রম রাঠোর। সঙ্গে ছিলেন শ্রীলঙ্কার থ্রো-ডাউন বিশেষজ্ঞ সেনেভিরাত্নে।
হঠাৎই লাফিয়ে ওঠা একটি বল রোহিতের বাঁ-দিকের অ্যাবডোমেনে লাগে৷ ঘটনার পর প্র্যাকটিস চলাকালীনই মাঠ ছাড়েন রোহিত। এরপর আর এদিনের জন্য অনুশীলনে ফেরেননি ৩২ বছর বয়সি মুম্বইয়ের ডানহাতি ব্যাটসম্যান। কিন্তু পরে রোহিতের চোট পরীক্ষা করে বোর্ডের তরফে জানানো হয়, চোট গুরুতর নয়৷ রোহিত সম্পূর্ণ সুস্থ৷ রবিবার ও ম্যাচ খেলবে বলেও পরিষ্কার জানিয়ে দেওয়া হয়৷
সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে রোববার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম৷ পরের ম্যাচ দুটি হবে যথাক্রমে রাজকোট ও নাগপুরে৷



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ