Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

প্রেমের টানে উধাও

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরে বাড়ির সবার কাছে তার আদরের কমতি ছিল না। প্রতিদিন দু’বেলা দারুণ খাবার পেত। সামান্যতম অসুবিধা হলেই সবাই তার কাছে ছুটে যেত। 

বিশেষ করে বাড়ির মেয়ের অত্যন্ত প্রিয় ছিল ‘পুচু’ নামের বিড়ালটি। ধবধবে সাদার উপর হালকা খয়েরি ছোপওয়ালা পুচুর অবাধ বিচরণ ছিল সারা বাড়িতে। কিন্তু এই সুখই তাকে ধরে রাখতে পারেনি। মনের আরামও তো চাই।
একজন সঙ্গী, একটু রোমান্টিকতার কোনো উপায় তো নেই। পুচু যে মেদিনীপুরের অতিরিক্ত জেলা প্রশাসকের বাংলোর বাসিন্দা। নিরাপত্তার বেড়াজালের কারনে তার আর বাইরে বেরনোই হয় না। এভাবেই দিন কাটতে থাকে।
হঠাৎ এক সকালে দেখা গেল বাংলোর ত্রিসীমানায় পুচু নেই। চারদিকে খোঁজ করেও দেখা মিলেনি। পুচুকে খুঁজতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিলেন এডিএম উত্তম অধিকারীর মেয়ে অরুণিতা। প্রিয় ‘পুচু’র খোঁজ দিলেই দুই হাজার টাকা পুরস্কার।
সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট দেখে অনেকেরই চোখ কপালে উঠেছিল। পোস্ট দেখে পোষ্যর প্রতি স্নেহ নিয়েও বিস্তর আলোচনা চলে। অরুণিতার বাবার কথায়, প্রায় চার মাস আগে একবার বাড়ি ছেড়েছিল পোষা বিড়াল। তবে ঘণ্টা সাতেক পরে নিজেই ফিরে আসে।
তিনি আরো বলেন, এবার কালীপূজার দিন বাংলোর মধ্যে একটি মেয়ে বিড়াল ঢুকে পড়েছিল। তারই পিছু নিয়ে পুচু বাড়ি ছেড়ে পালিয়েছে। এরপর আর ফেরেনি। এতেই স্পষ্ট, প্রেম পড়েই ঘর ছেড়েছে পুচু। সূত্র : সংবাদ প্রতিদিন।



 

Show all comments
  • ATAUR RAHMAN ২ নভেম্বর, ২০১৯, ৬:৪৩ এএম says : 0
    নাই
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ