Inqilab Logo

শনিবার, ২৫ মে ২০২৪, ১১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ট্রাম্প স্থায়ী হচ্ছেন ফ্লোরিডায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর নিউ ইয়র্কে থাকবেন না। বরং ফ্লোরিডায় থিতু হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। ট্রাম্পের অভিযোগ, নিউ ইয়র্কের রাজনৈতিক নেতারা তার সঙ্গে খারাপ আচরণ করছেন।

ট্রাম্পের জন্ম ও বেড়ে ওঠা নিউ ইয়র্কেই। বেশিরভাগ সময়ই কাটিয়েছেন পাম বিচে তার মার-এ-লার্গোতে ভবনে। তার অভিযোগ, লাখ লাখ ডলার ট্যাক্স দেওয়ার পর রাজনীতিবিদদের কাছে ভালো আচরণ পাননি তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুকুমো ও মেয়র বিল দে বøাসিওর সঙ্গে বিরোধ রয়েছে তার। তারা দুজনিই ডেমোক্রেট রাজনীতিবিদ। দুজনই ট্রাম্পের চলে যাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

অ্যান্ড্রু কুকুমো ট্রাম্পের ট্যাক্স দেওয়ার দাবিকে চ্যালেঞ্জ জানিয়েছেন। ট্রাম্প কখনোই তার ট্যাক্স রিটার্ন প্রকাশ করেননি এবং ব্যক্তিগত ট্যাক্সের তথ্য জানাননি। হোয়্ইাট হাউস এখনও আনুষ্ঠানিকভাবে ট্রাম্পের এই সিদ্ধান্ত নিয়ে কোনও মন্তব্য করেনি। তবে একটি সূত্র নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাতকারে জানান, ট্রাম্পের আদতে ট্যাক্সের বিবাদের কারণে চলে যাওয়ার সম্ভাবনাই বেশি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ