মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ঘূর্ণিঝড় কিয়ারের রেশ কাঁতে না কাঁতেই এবার ভারতের দিকে ধেয়ে আসছে ঘ‚র্ণিঝড় ‘মহা’। ইতিমধ্যে ‘রেড অ্যালার্ঁ’ জারি করা হয়েছে লক্ষদ্বীপে। এছাড়া কেরালা রাজ্যের কান্নুর, কোঝিকোড় ও কাসারগড়সহ বেশকিছু শহরে জারি করা হয়েছে জরুরি সতর্কতা।
শুক্রবার দেশটির আবহাওয়া অধিদফতরের বরাতে এমন তথ্যই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
খবরে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই আরব সাগরে ঘ‚র্ণিঝড়ে পরিণত হয় ‘মহা’। যার গতিবেগ ছিল ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার। এদিকে ঘ‚র্ণিঝড় ‘মহা’র প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে মহারাষ্ট্রের পুনেসহ বেশকিছু শহরেও। ঘ‚র্ণিঝড়ের প্রভাবে আগামী ৭২ ঘণ্টা ওইসব এলাকাসহ আরও বেশকিছু শহরে বৃষ্টিপাত হতে পারে বলেও জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদফতর।
এর আগে গত ২৫ অক্টোবর ভারতের দিকে ধেয়ে আসে ঘ‚র্ণিঝড়ে ‘কিয়ার’। সেসময় কর্ণাঁক ও গোয়া রাজ্যসহ এর আশপাশের এলাকায় জারি করা হয়েছিল জরুরি সতর্কতা। তবে বড় ধরনের আশঙ্কা করা হলেও শেষ পর্যন্ত তেমন প্রভাব ফেলতে পারেনি শক্তিশালী ঘ‚র্ণিঝড় ‘কিয়ার’।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।