Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যেভাবে চোটে পড়লেন রোহিত

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৯, ৯:২৪ পিএম

টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলিকে। তাই বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার রোহিত শর্মা। দূষণ আতঙ্কের মধ্যেই শুক্রবার অনুশীলনে নামে ভারতীয় দল। এর আগে বাঁহাতি পেসারদের বিরুদ্ধে বেশ সমস্যায় পড়তে হয়েছে রোহিতকে। বাংলাদেশের হাতে মোস্তাফিজুরের মতো নামী বাঁহাতি পেসার আছেন। তাই অনুশীলনে পেসারদের মোকাবিলায় অতিরিক্ত জোর দিয়েছেন টিম ইন্ডিয়ার বর্তমান অধিনায়ক। শুক্রবার নেটে থ্রো-ডাউন নিচ্ছিলেন রোহিত। হঠাৎই একটা বল প্রত্যাশার তুলনায় বেশি লাফিয়ে তাঁর উরুতে এসে বাঁ পায়ের উরুতে এসে লাগে। সঙ্গে সঙ্গে খানিকটা রাগমিশ্রিত দৃষ্টিতে গ্লাভস খুলে ফেলেন রোহিত। ছুটে বেরিয়ে যান নেট থেকে। সঙ্গে সঙ্গে তাঁকে শান্ত করতে ছুটে যান ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর এবং থ্রো-ডাউন স্পেশালিস্ট নুয়ান। কিন্তু, রোহিত তাদের কথা শোনেননি। তাঁকে আর মাঠে ফিরতে দেখা যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ