Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানের বিপক্ষে সালমাদের ওয়ানডে মিশন কাল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৯, ৮:২৮ পিএম

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ নারী দল। এবার ওয়ানডে সিরিজে পাকিস্তানি মেয়েদের মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে শনিবার। লাহোরের গাদ্দাফি আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে কাল। 

টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের মেয়েদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা গড়েও জয় পায়নি সালমা খাতুনের দল। প্রথম টি-টোয়েন্টিতে জয়ের কাছে গিয়েও মাত্র ১৪ রানে হারতে হয়েছিল বাংলাদেশকে। দ্বিতীয় ম্যাচেও একই ভাবে ১৫ রানে হারে বাংলাদেশের মেয়েরা। সিরিজের শেষ ম্যাচে হারের ব্যবধান ২৮ রানের। টি-টোয়েন্টি সিরিজ শেষে রুমানা আহমেদের নেতৃত্ব ঘুরে দাঁড়ানোর লক্ষ্য বাংলাদেশ নারী দলের।
ওয়ানডে সিরিজের দ্বিতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৪ নভেম্বর একই ভেন্যুতে।
বাংলাদেশ স্কোয়াড: সালমা খাতুন, রুমানা আহমেদ (অধিনায়ক), জাহানারা আলম, শামীমা সুলতানা (উইকেটরক্ষক), আয়েশা রহমান শুকতারা, নিগার সুলতানা জ্যোতি (উইকেটরক্ষক),সানজিদা ইসলাম, লতা মন্ডল, পান্না ঘোষ, এক্কা মন্ডল, শারমিন সুলতানা, খাদিজা-তুল-কুবরা, ফারজানা হক পিংকি, শারমিন সুলতানা সুপ্তা ও সানজিদা আক্তার মেঘলা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ