নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের পরেই অধিনায়কত্ব ছাড়বেন ইয়ন মরগান এমন গুঞ্জণ উঠেছিল। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নিজের ভবিষ্যৎ বিষয়ে সিদ্ধান্ত নেবেন মরগান। সম্প্রতি জানালেন, দলকে দেওয়ার আছে আরও অনেক কিছু।
বিবিসির টেস্ট ম্যাচ স্পেশালকে দেওয়া এক সাক্ষাৎকারে মরগান বলেন, ‘আমি বলছি না আগামী বিশ্বকাপের পরই অবসর নেব। আমি কাউকে ছোট করতে চাইনা। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত আমি খেলা চালিয়ে যেতে চাই। পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। আমি এখনও বিশ্বাস করি দলটাকে আমার আরও অনেক কিছু দেওয়ার বাকি। আগামী বিশ্বকাপ পর্যন্ত অনায়েস খেলা চালিয়ে যেতে পারব। আমি কাউকে হতাশ করতে চাই না। তবে বিশ্বকাপ পর্যন্ত এ দলটাকে টেনে নিতে চাই এবং বিশ্বকাপের পর একটা সিদ্ধান্ত জানাতে চাই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।