Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘এটা কোনো আদর্শ পরিবেশ নয়’

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৯, ৭:১৪ পিএম

ভারতের মাঠে ৩ নভেম্বর প্রথম টি-টোয়েন্টির আগে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের নগরীর সমালোচনা করে সংবাদমাধ্যমকে ডমিঙ্গো বলেন, ‘এটা কোনো আদর্শ পরিবেশ নয়। এটা মোটেও এমন কিছু নয় যা আপনি চান। তবে পরিবেশ যেমনই থাকুক আমরা সেটাকে মোকাবেলা করছি। এমন পরিবেশে ৬-৭ ঘণ্টা থাকা যেত না। সৌভাগ্য যে আমাদের প্রতিদিন মাত্র ৩ ঘণ্টা অনুশীলন করতে হচ্ছে, আর ম্যাচটাও ৩ ঘণ্টার। আমরা পরিস্থিতি মানিয়ে নেওয়ার চেষ্টা করছি।’
দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটি সরানোর কথাও উঠেছিল। কিন্তু বিসিসিআই ও দিল্লী ক্রিকেট অ্যাসোসিয়েশন এমন দাবিতে কর্ণপাত করেনি। ব্যাপারটি তাই মেনে নিয়েই সামনে এগোতে চান বাংলাদেশের কোচ, ‘আমি বলেছি- এখানকার পরিবেশ আদর্শ নয় কিন্তু আমাদের এটা মেনে নিয়েই কাজ করতে হবে। এটা সত্যি দুর্ভাগ্য। ম্যাচের ২-১ দিন আগে ভেন্যু পরিবর্তন করে ফেলাটাও বোধহয় খুব কঠিন ব্যাপার।’
বাংলাদেশ দল এখন পর্যন্ত দুইদিন অনুশীলন করেছে, তবে দিনের আলোতে। ৩ নভেম্বর সন্ধ্যায় টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়াবে ফ্লাডলাইটের আলোয়। ধোঁয়া ও কৃত্রিম আলোর কারণে পরিবেশ কেমন হবে, অনুমানও করতে পারছেন না ডমিঙ্গো, ‘ফ্লাডলাইটের আলোয় পরিবেশ কেমন হবে সেটাও আমি জানি না। আমরা কোনো অভিযোগও জানাচ্ছি না। আমাদের যত ভালো সম্ভব প্রস্তুতি গ্রহণ করতে হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ