নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
রজার ফেদেরার নাম তুলে নেওয়ায় প্যারিস মাস্টার্সের ফাইনালে নাদাল বনাম জকোভিচের লড়াই দেখার সম্ভাবনা তৈরি হয়েছিল। বিশ্বের এক ও দুই নম্বর তারকা যেভাবে দুরন্ত গতিতে শেষ আটে জায়গা করে নিলেন, তাতে শিরোপার লড়াইয়ে প্রথম ও দ্বিতীয় বাছাই তারকার জমজমাট লড়াই দেখা কেবল সময়ের অপেক্ষা বলে মনে হচ্ছে।
শীর্ষ বাছাই জকোভিচ কাইল এডমুন্ডকে হারিয়ে আগেই শেষ আটের টিকিট নিশ্চিত করেছিলেন। এবার স্তান ওয়ারিঙ্কাকে উড়িয়ে নাদাল জায়গা করে নিলেন কোয়ার্টার ফাইনালে। প্রি-কোয়ার্টারে সুইস তারকাকে ৬-৪, ৬-৪ সরাসরি সেটে পরাজিত করেন রাফায়েল।
ওয়ারিঙ্কার সঙ্গে মুখোমুখি লড়াইয়ে নাদাল এই নিয়ে ১৯ বার জয় তুলে নিলেন। হেরেছেন মাত্র ৩টি ম্যাচে। শেষ ৬ বারের সাক্ষাতে অবশ্য নাদালের বাধা টকপাতো পারেননি ওয়ারিঙ্কা। চলতি মৌসুমে এটি রাফার ৫০তম জয়। এই নিয়ে ১১টি মৌসুমে ৫০টি বা তারও বেশি ম্যাচ জেতেন স্প্যানিশ কিংবদন্তি।
নাদাল ও জকোভিচ ছাড়া প্যারিস মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে উঠেছেন স্টেপানোস সিসিপাস, ক্রিশ্চিয়ান গারিন, গ্রিগর দিমিত্রভ, ডেনিস শাপোভালোভ, গয়েম মফিস ও জো উইলফ্রেড সোঙ্গা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।