Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রফি উন্মোচন করে যা বললেন কারিনা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৯, ৪:৪৯ পিএম

অস্টেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি উন্মোচনের একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন করিনা। যেখানে ট্রফির পাশে দাঁড়িয়ে পোজ দেওয়া ছাড়াও মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের গ্যালারিতে বসেও ছবি পোস্ট করেন কারিনা। এছাড়া মেলবোর্ন ক্রিকেট ক্লাবের ভেতরে সচিন টেন্ডুলকার-ডন ব্র্যাডম্যানের ছবির পাশে দাঁড়িয়ে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বলিউডের এই অভিনেত্রী। ট্রফি উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়ে করিনা জানান, ‘আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। বিশ্বকাপে অংশগ্রহণ করতে চলা প্রত্যেকটি দেশের প্রত্যেক মহিলা ক্রিকেটারকে উৎসাহ দিতে চাই তাদের স্বপ্নপূরণের জন্য। এমন একটি আন্তর্জাতিক মঞ্চে মহিলাদের দেখা ভীষণই আনন্দের।’
করিনা আরও বলেন, ‘ওরা প্রত্যেকেই সকলের কাছে অনুপ্রেরণা। আমার মরহুম শশুর বিশ্বের অন্যতম সেরা একজন ক্রিকেটার ছিলেন যিনি ভারতের জাতীয় দলের হয়ে দীর্ঘদিন খেলেছেন। তাই এমন একটি ইভেন্টের অংশীদার হওয়া আমার কাছে অত্যন্ত সম্মানের।’
উল্লেখ্য, আগামী বছর ২১ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হবে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ