Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিষেধাজ্ঞা কাটিয়ে আর্জেন্টিনা দলে ফিরলেন মেসি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৯, ৩:৪১ পিএম

তিন মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে অবশেষে আর্জেন্টিনা দলে ফিরে আসলেন বার্সেলোনার তারকা ফুটবলার লিওনেল মেসি। চলতি মাসেই ব্রাজিল এবং উরুগুয়ের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ রয়েছে আর্জেন্টিনার। ওই দুই ম্যাচের জন্য কোচ লিওনেল স্কোলানি যে স্কোয়াড ঘোষণা করলেন, সেখানে রয়েছে মেসির নাম। ২৬ সদস্যের দলে আরও ফিরেছেন সার্জিও আগুয়েরো। গত জুন-জুলাইয়ে হওয়া কোপা আমেরিকার পর থেকে জাতীয় দলের বাইরে ছিলেন ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ড।
ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে নভেম্বরে হতে যাওয়া দুটি প্রীতি ম্যাচের জন্য গতকাল দল ঘোষণা করেন কোচ লিওনেল স্কালোনি। আগের মতোই ডাক পাননি পিএসজির জার্সিতে ছন্দে থাকা স্ট্রাইকার মাউরো ইকার্দি। দলে আরও নেই ফরাসি ক্লাবটিতে ফর্মে থাকা মিডফিল্ডার আনহেল দি মারিয়া।
কোপা আমেরিকা চলার সময় দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশনের (কনমেবল) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলায় আন্তর্জাতিক ফুটবলে তিন মাস নিষিদ্ধ হন মেসি। গত ৬ জুলাই কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারনী লড়াইয়ে চিলির বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচে জাতীয় দলের হয়ে শেষ খেলেছিলেন মেসি। ম্যাচটির ৩৭তম মিনিটে লাল কার্ড দেখেছিলেন তিনি। ৩ আগস্ট মেসিকে নিষেধাজ্ঞা দেওয়া হয়। সেই হিসেবে ৩ নভেম্বর শেষ হতে যাচ্ছে তার শাস্তির মেয়াদ।
আগামী ১৫ নভেম্বর সৌদি আরবে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। তিন দিন পর ইসরাইলে খেলবে উরুগুয়ের বিপক্ষে।
আর্জেন্টিনা দল:
গোলরক্ষক: হুয়ান মুসো, আগুস্তিন মার্চেসিন, এমিলিয়ানো মার্তিনেস, এস্তেবান আন্দ্রাদা
ডিফেন্ডার: হুয়ান ফইথ, রেনসো সারাভিয়া, নিকোলাস ওতামেন্দি, হের্মান পেস্সেইয়া, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস রোহো, ওয়াল্তার কান্নেমান, নেহুয়েন পেরেস
মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস, গিদো রদ্রিগেস, জিওভানি লো সেলসো, নিকোলাস দোমিনগেস, রদ্রিগো দে পল, মার্কোস আকুনা, রবের্তো পেরেইরা, লুকাস ওকামপোস
ফরোয়ার্ড: লিওনেল মেসি, সের্হিও আগুয়েরো, নিকোলাস গনসালেস, লুকাস আলারিও, লাউতারো মার্তিনেস, পাওলো দিবালা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ