বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ভুতেরদিয়া কলেজের পাশের একটি জঙ্গল থেকে এক মহিলাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ঐ জঙ্গলের পাশ দিয়ে যাবার সময় পথচারীরা গোঙ্গানীর আওয়াজ পেয়ে পুতুল (৪৮) নামের ঐ মহিলাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
বাবুগঞ্জ থানা পুলিশ দ্রুত ছুটে এসে জঙ্গল থেকে মুমুর্ষবস্থায় পুতুলকে উদ্ধার করে প্রথমে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পুতুলের বাড়ী বরিশালেরই গৌরনদী উপজলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার মাথা ও শরিরের বিভিন্নস্থানে ধারাল অস্ত্রেও আঘাতের একাধীক চিঞ্হ রয়েছে। ঘটনা তদন্ত চলছে বলে বাবুগঞ্জ থানা পুলিশ জানিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।