Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলবাড়ীতে রড বোঝাই ট্রাক্টটর নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন নিহত ও একজন আহত

ফুলবাড়ী(দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৯, ১০:২৪ এএম

দিনাজপুরের ফুলবাড়ীতে ঢাকা-দিনাজপুর মহাসড়কের লক্ষীপুর বাগধারা নামক স্থানে (৩১অক্টোবর) রাত সাড়ে ৮টায় রড বোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে ড্রাইভার আলামিন(২৭) ও হেলপার আলামিন(১৮) নিহত ও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
নিহত ড্রাইভার বিরামপুর উপজেলার দূর্গাপুর গ্রামের মুকুল মিয়ার ছেলে আলামিন(২৭) ও নিহত হেলপার একই উপজেলার কৃষ্ণচাঁদপুর গ্রামের তোতা মিয়ার ছেলে আলামিন (১৮)বলে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়। এঘটনার গুরুতর আহত তহশিলদার জাহিদ হোসেনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফখরুল ইসলাম ওই দুই ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করেন এবং গুরুতর আহত তহশিলদার জাহিদ হোসেনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের বিষয়টিও নিশ্চিত করেন ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ