Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেষ দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমান

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৯, ১২:০৬ এএম

প্লে-অফে জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ওমান। চতুর্থ প্লে-অফে হংকংকে হারিয়ে বাছাইপর্বের শেষ দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করেছে তারা। গতপরশু রাতে দুবাইতে হংকংকে ১২ রানে হারিয়েছে ওমান। ওপেনার জতিন্দর সিংয়ের ৬৭ রানের ইনিংসে ভর করে তাদের তোলা ১৩৪ রান তাড়ায় হংকং থামে ১২২ রানে। ১৪ দল নিয়ে হওয়া বাছাইপর্ব থেকে নিজেদের গ্রুপের সেরা দল হিসেবে আগেই বিশ্বকাপ নিশ্চিত করে পাপুয়া নিউ গিনি ও আয়ারল্যান্ড।
‘বি’ গ্রুপে জার্সির বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে জয় পেলে গ্রুপ পর্বেই বিশ্বকাপ নিশ্চিত হতো ওমানের। তবে ১৪ রানের হারে অপেক্ষা বাড়ে তাদের। ৬ ম্যাচে সমান ৮ পয়েন্ট পেলেও রান রেটে এগিয়ে থেকে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেয় আইরিশরা। প্লে-অফ থেকে ওমানের আগে বিশ্বকাপ নিশ্চিত করেছে নামিবিয়া, নেদারল্যান্ডস ও স্কটল্যান্ড।
বিশ্বকাপের ফরম্যাটের কারণে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে নবম ও দশম দলের সঙ্গে দুই গ্রুপে ভাগ হয়ে প্রথম রাউন্ড খেলতে হবে এই ছয় দলকে। এরপর সেই দুই গ্রুপের শীর্ষ দুই দল এবং র‌্যাংকিংয়ের শীর্ষ ৮ দলকে নিয়ে বিশ্বকাপের সুপার-১২ পর্ব। আগামী বছর অস্ট্রেলিয়ায় হতে যাওয়া বিশ্বকাপের গ্রুপ পর্বে এই ছয়টি দল খেলবে শ্রীলঙ্কা ও বাংলাদেশের সঙ্গে। আট দলকে ভাগ করা হবে দুইটি গ্রুপে। গ্রুপ পর্ব থেকে চারটি দল যাবে সুপার টুয়েলভে। ২০১৮ সালের ৩১ ডিসেম্বরে টি-টোয়েন্টি দলগুলোর র‌্যাঙ্কিং অনুযায়ী ঠিক হয়েছে সুপার টুয়েলভের বাকি আটটি দল।
টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত ১৬ দল : বাংলাদেশ, ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা, পাপুয়া নিউগিনি, আয়ারল্যান্ড নেদারল্যান্ড, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ