Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সবাই জামিন পাবে, খালেদা জিয়া জামিন পাবেন না: আমীর খসরু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৯, ৫:৩৭ পিএম

‘খুনের আসামি জামিন পাচ্ছে, ধর্ষক-শিশুধর্ষক জামিন পাচ্ছে, কিন্তু খালেদা জিয়া জামিন পাচ্ছেন না। দেশের মানুষের কাছে এটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। সবাই জামিন পাবে, খালেদা জিয়া জামিন পাবেন না। দেশে কোনও বিচারব্যবস্থা নেই। সরকারের মন্ত্রীরা বলে দেন, মামলার রায় কবে হবে। এর শাস্তি হয়ে যাবে, ওর শাস্তি হয়ে যাবে এটাও তারা বলে দেন। দেশের বিচারব্যবস্থার একটি ধারা আছে ‘ডিউ প্রসেস অব ল’। এই প্রসেসে কার কী হবে, সেটা বিচার বিভাগ সিদ্ধান্ত নেবে, কিন্তু আজ সব বলা হয়ে যাচ্ছে।’-বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেছেন।

এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসা না দিয়ে জেলখানায় রেখে তিলে তিলে মারার ব্যবস্থা করা হচ্ছে বলে অভিযোগ করেন এই নেতা।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে জাতীয়তাবাদী প্রজন্ম ’৭১ কেন্দ্রীয় কমিটি আয়োজিত ‘প্রতিহিংসার রাজনীতি ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব অভিযোগ করেন।

বিএনপির এই নেতা আরও অভিযোগ করেন, ‘যে দেশে প্রধান বিচারপতিকে বিচারালয় থেকে জোর করে অপসারণ করা হয়, যে দেশে তারেক রহমানের পক্ষে রায় দেওয়ার কারণে বিচারপতিকে চাকরিচ্যুত হতে হয়, যে দেশে মন্ত্রীরা কার কী বিচার হবে আগেভাগে বলে দেন, সেখানে আপনারা কীভাবে বিচার আশা করেন?’ এসময় দেশবাসীকে দেশের মালিকানা নিজেদের হাতে তুলে নেওয়ার আহ্বান জানান।

খসরু বলেন, ‘কোরবানির পর থেকে পেঁয়াজের দাম বাড়া শুরু হয়েছে; এখন ১৪০ টাকা। আপেলের চেয়ে পেঁয়াজের দাম বেশি হয়ে গেছে। এটা তো মশকরা হওয়ার কথাই। মশকরা করে অনেকেই বলছে যে এত দাম দিয়ে খাওয়ার কী দরকার। তাহলে কাল ডিমের দাম বাড়লে ডিম খাবেন না, তেলের দাম বাড়লে তেল খাবেন না... এর চেয়ে সহজ পন্থা পৃথিবীতে আর কিছু আছে!’

জাতীয়তাবাদী প্রজন্ম ’৭১-এর প্রতিষ্ঠাতা সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, নিপুণ রায় চৌধুরী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আমীর খসরু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ