Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়বে তারা : আমান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৯, ১২:০০ এএম

পাকিস্তানের কাশ্মীর সম্পর্ক ও গিলগিট বালতিস্তান বিষয়ক মন্ত্রী আলি আমান গান্দাপুর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কাশ্মীর ইস্যুতে যেসব দেশ ভারতকে সমর্থন করবে তারা পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়বে এবং ইসলামাবাদের শত্রু হিসেবে চিহ্নিত হবে। মঙ্গলবার এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন। আলি আমান বলেন, ‘কাশ্মীর নিয়ে যদি ভারতের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি পায় তাহলে পাকিস্তান যুদ্ধে জড়াবে। যারা পাকিস্তানকে নয় বরং ভারতকে সমর্থন করবে তাদেরকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে এবং ভারত ও সেসব দেশের ওপর ক্ষেপণাস্ত্র হামলা করা হবে।’ গত ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা বাতিল করে ভারত। এরপর থেকেই কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে পাকিস্তানের উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। গত মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে পাক প্রধানমন্ত্রী ইমরান খান কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে লড়াই বেঁধে যাওয়ার ব্যাপারে আন্তর্জাতিক স¤প্রদায়কে সতর্ক করেছেন। এমনকি এই ইস্যুতে যদি যুদ্ধ বেঁধেই যায়, তাহলে পরমাণু অস্ত্রের ব্যবহারের ইঙ্গিতও দিয়েছেন তিনি। অপর এক খবরে বলা হয়, পাকিস্তানের কাশ্মীর বিষয়ক ও গিলগিট বালতিস্তান মন্ত্রী আলি আমিন গান্দাপুর বলেছেন, কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি পেলে, পাকিস্তান যুদ্ধে যেতে বাধ্য হবে। কাশ্মীর ইস্যুতে যেসব দেশ পাকিস্তানকে নয় বরং ভারতকে সমর্থন দেবে, তাদের শত্রু হিসেবে বিবেচনা করা হবে এবং ভারত ও সমর্থনকারী দেশগুলোতে মিসাইল ছোঁড়া হবে। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ