Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাৎসি সমর্থকদের পাঠিয়েছে মোদি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিন (এআইএমআইএম) সভাপতি ও হায়দ্রাবাদ থেকে নির্বাচিত লোকসভার এমপি আসাদুদ্দিন ওয়াইসি মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের ২৩ জন এমপি ও এমইইপি-কে জম্মু-কাশ্মীর সফরের অনুমতি প্রদানের জন্য সরকারের নিন্দা করেছেন। ইন্ডিয়া টুডে টিভি’র সঙ্গে এক সাক্ষাতকারে ওয়াইসি মোদি সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ইইউ’র ওইসব এমপিকে উপত্যকায় যাওয়ার অনুমতি দেয়া হয়েছে যারা নাৎসি আদর্শ বিশ্বাস করে এবং নিজেদের ফ্যাসিস্ট হিসেবে জাহির করতে গর্ববোধ করে। তিনি বলেন, সরকার ইউরোপীয় পার্লামেন্টের ওইসব সদস্যকে ডেকে এনেছে যারা নাৎসি ও হিটলারের আদর্শ বিশ্বাস করে এবং ইসলামোফোবিয়ার মধ্যে রয়েছে। তারা নিজেদেরকে গর্বভরে পরিচয় দেন ফ্যাসিস্ট বলে। তাদেরকে উপত্যকায় পাঠিয়ে সরকার কী বার্তা দিতে চায়? ইউরোপীয় ইউনিয়নের সরকারি প্রতিনিধি দলের অংশ নন এসব এমপি ও এমইপি। কিছু এনজিও তাদেরকে আমন্ত্রণ জানিয়ে এনেছে এবং তারা নিজেদের দায়িত্বে এসেছেন। তাহলে কেন তাদেরকে সরকার উপত্যকায় পাঠাচ্ছে? এসব লোক কে? ওয়াইসি’র প্রশ্ন। মোদি সরকারের এই কাজকে মরিয়া প্রচেষ্টা হিসেবে উল্লেখ করে ওয়াইসি বলেন, এতে প্রমাণিত হচ্ছে যে একটি অফিসিয়াল ইইউ প্রতিনিধি দল নিয়ে আসার সামর্থ্য সরকারের পররাষ্ট্র নীতির নেই। এখন সরকারকেই বলতে হবে এসব লোক কে। ডবিøউএসটিটি নামক এনজিও’র পরিচয় কি, যারা এসব এমপি’কে আমন্ত্রণ জানিয়ে নিয়ে এসেছে? এই সফর নিয়ে রাখঢাক করার জন্যও সরকারের সমালোচনা করেন ওয়াইসি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে তারা কিছু জানে না। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে তারও কিছু জানে না। তারা সেনাবাহিনীকে জিজ্ঞেস করতে বলছে। অথচ একজন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে তার মেয়েকে সুপ্রিম কোর্টের অনুমতি নিতে হয়। আরেকটি দলকে অনুমতি নিতে হয় তার একজন বিধায়কের চিকিৎসা করানোর জন্য। ওয়াইসি আরো বলেন, আমরা বলে আসছি যে অনুচ্ছেদ ৩৭০ বাতিল করা ভুল ছিলো এবং এটা অসাংবিধানিক। ইন্ডিয়া টুডে টিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ