Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

থানার সামনেই ‘পকেট কাটার হাট’!

প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

 আলম খান, ময়মনসিংহ থেকে : ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা থেকে মাত্র ৫ গজ দূরত্ব। স্থানীয় থানাঘাটের এ সড়কের দু’পাশে ছোট ছোট ড্রাম নিয়ে বসে আছেন টিকিট বিক্রেতারা। নানা হাঁকডাকে বিক্রি হচ্ছে অবৈধ ‘দৈনিক পদ্মা র‌্যাফেল ড্র’র টিকিট। লটারীর প্রতি টিকিটের দাম ২০ টাকা। প্রথম পুরস্কার ১০০ সিসি মোটর সাইকেল। মোট পুরস্কার ৭১টি।
ওই এলাকার ব্রক্ষপুত্র নদের জেগে উঠা বালুচরে ‘মুক্তিযোদ্ধা বিজয় মেলা’র নাম করে রীতিমতো অভিনব কায়দায় লোভনীয় পুরস্কার দেয়ার নামে চলছে এমন নজিরবিহীন প্রতারণা। নিয়ম করে প্রতি রাতে থানার সামনে ‘পকেট কাটার হাট’ বসলেও দিনমান তারা ছড়িয়ে পড়েছে গোটা নগরজুড়ে।
নিত্য সকাল থেকে রাত অবধি নগরীর বিভিন্ন এলাকায় প্রায় শতাধিক রিকশা ও ব্যাটারিচালিত অটো রিকশা ব্যবহার করে বেচাবিক্রি চলছে লটারী টিকিট। তাদের প্রলোভনের ফাঁদে পা দিয়ে পুরস্কারের আশায় এক বা একাধিক টিকিট কিনছেন হাজার হাজার মানুষ। লাখ লাখ টাকার টিকিট কিনে পাবলিক ফতুর হলেও রহস্যজনক কারণে নীরব স্থানীয় প্রশাসন।
গত বৃহস্পতিবার ও শুক্রবার রাতে স্থানীয় থানাঘাট এলাকায় অবস্থান করে দেখা গেলো এমন চিত্রের। বিজয়ের মাস ডিসেম্বর শেষ হলেও নতুন বছরের ১৭ জানুয়ারি শুরু হয় মুক্তিযোদ্ধা বিজয় মেলা! অপরাধ প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত থানার ঘাটে খাস জমিতে চলা এ মেলা নিয়ে নগরবাসী হয়ে উঠেছেন আতঙ্কিত।
নগরীর থানাঘাট এলাকায় ছোট ড্রামের উপর রেখে টিকিট বিক্রির সময়েই আলাপ হলো সুকুমার নামের একজনের সঙ্গে। বয়স পঞ্চাশের কোটায়। সকাল থেকে একটি রিকশায় মাইকিং করে টিকিট বিক্রি করেছেন। ঘড়ির কাঁটায় রাত ৮ টা বাজতেই এসেছেন এখানে।
তার সঙ্গে আলাপ শুরু হতেই পড়িমরি খেয়ে এগিয়ে এলেন মানিক। তিনি সুকুমারদের মতো টিকিট বিক্রেতাদের বস। তার অধীনে প্রতিদিন নগরীতে চলছে অবৈধ র‌্যাফেল ড্র’র টিকিট বিক্রি করা ৩৩ টি রিকশা। থানার সামনে কীভাবে লটারীর টিকিট বিক্রি করছেন, সমস্যা হয় না, প্রশ্ন করতেই স্মীত হেসে মানিক বলেন, ‘সব ম্যানেজ কইরাই তো হচ্ছে।’
সূত্র জানায়, ১৫টি শর্ত বেঁধে দিয়ে গত ১৩ জানুয়ারি ১৫ দিনের জন্য স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদকে মেলার অনুমতি দেন সহকারী কমিশনার রাশেদা আক্তার। শর্তসমূহের কোথাও র‌্যাফেল ড্র চলবে, এমন কথা উল্লেখ নেই। এসবের পাশাপাশি নগরজুড়ে শতাধিক মাইকে প্রচার করা হচ্ছে এক মাসব্যাপী মেলার কথা। সূত্র মতে, অবৈধ ‘দৈনিক পদ্মা র‌্যাফেল ড্র’ লিজ নিয়েছেন রেজাউল করিম নামের একজন। লোভে পড়ে নি¤œবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্তরা একাধিক টিকিট কিনছেন। আবার টিকিটের টাকা না পেয়ে অনেকেই জড়িয়ে পড়ছেন নানা অপরাধে। বাড়ছে পারিবারিক কলহও।
প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত লটারীর শতাধিক মাইকের উচ্চ শব্দে ত্রাহি অবস্থা নগরবাসীর। বিঘিœত হচ্ছে ঘনিয়ে আসা এস.এস.সি পরীক্ষার্থের পড়াশুনাও। লটারীর টিকিট বিক্রিতে নিয়োজিত প্রায় দু’শতাধিক ব্যক্তিরা বহিরাগত।
তাদের কারো বাড়ি হয় মাগুরা নয়তো নেত্রকোণায়। কেউ কেউ আবার বরিশাল ও জয়পুরহাটের বাসিন্দা। তাদের দৈনিক বেতন ৫’শ থেকে ৬’শ টাকা, দাবি আয়োজকদের।
থানাঘাটের সড়ক পেরিয়ে ভেতরে গিয়ে দেখা যায়, মেলায় নামকাওয়াস্তে কয়েকটি স্টল বসানো হয়েছে। বেশিরভাগ স্টল এখনো বসানো হয়নি। ৫৫টি স্টল তৈরি হলেও এখন পর্যন্ত ফাঁকা রয়েছে ৩০ টি।
নগরীর প্রভাবশালী নেতাদের আস্থাভাজন আলোচিত-সমালোচিত আক্তার হোসেন এ মেলা’র প্রধান সমন্বয়ক। ইতোপূর্বেও তার বিরুদ্ধে র‌্যাফেল ড্র ও লটারীর আয়োজন করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।
নাম প্রকাশে আপত্তি জানিয়ে বেশ কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করে বলেন, আয়োজকরা মেলার জন্য কোন প্রচারণা না করে শুধুমাত্র র‌্যাফেল ড্রর প্রচারণা নিয়েই বেশি ব্যস্ত। এ কারণে মেলায় দর্শনার্থী না আসায় উল্টো তাদের লোকসান গুনতে হচ্ছে।
মেলার একটু অদূরেই বিশাল মঞ্চে ঠাসা মোটর সাইকেলসহ নানা পুরস্কার। ঘড়ির কাটা রাত ৯ টার ঘরে পৌছতেই সেখান থেকেই ‘মাথাই নষ্ট’ কিংবা ‘উঠাও বাচ্চা, ২০ টাকায় ১’শ সিসি মোটর সাইকেলসহ নানা প্রলোভনের কথা প্রচার করা হচ্ছে মাইকে। আবার তাদের কথাবার্তায় যৌতুক প্রথাকেও উৎসাহিত করা হচ্ছে।
মাইকে একজনকে বলতে শুনা গেলো, ‘সুন্দরবন থেকে ধরে আনা শ্বশুরবাড়ির আবদার। বলেছিলেন শ্বশুর সাহেব, বাবা জামাই যদি আমার কালো মেয়েকে করো বিয়ে, তোমায় কিনে দিবো একটি সুন্দর মোটর সাইকেল। শ্বশুর সাহেব কতই না করলো ছলনা।’
সেই মঞ্চেই প্রতিদিন রাত ১০ টার পর অনুষ্ঠিত হচ্ছে র‌্যাফেল ড্র। স্থানীয়রা অভিযোগ করেন, প্রতিদিন প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার টিকিট বিক্রি হলেও পুরস্কার দেয়া হচ্ছে গড়ে মাত্র দেড় লাখ টাকার। এভাবেই স্থানীয় প্রভাবশালী রাজনীতিক ও প্রশাসনকে ম্যানেজ করেই প্রতিদিন লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন আখতার-রেজাউল সিন্ডিকেট।
নাম প্রকাশ না করার শর্তে কোতোয়ালী মডেল থানার এক উপ-পরিদর্শক জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গত ২১ জানুয়ারি অবৈধ র‌্যাফেল ড্র বন্ধ করে দেয়া হয়েছিল।
থানার সামনেই অবৈধ র‌্যাফেল ড্র ও লটারীর বিষয়ে জানতে চাইলে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘র‌্যাফেল ড্র’র বিষয়টি আমার জানা নেই। এরপরেও কেউ যদি কোন অভিযোগ করে তবে অবশ্যই ব্যবস্থা নেবো।’ একই বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হারুন অর রশিদ বলেন, ‘অনুমতিবিহীন র‌্যাফেল ড্র অবৈধ। ক’দিন আগে একবার এটা বন্ধ করে দিয়েছিলাম। আবার যদি চালু হয়ে থাকে তবে অবশ্যই বন্ধে ব্যবস্থা নেবো।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: থানার সামনেই ‘পকেট কাটার হাট’!
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ