প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আজ সন্ধ্যায় দিনাজপুর নাট্য সমিতির শতবর্ষীমঞ্চে অনুষ্ঠিত হবে নতুন নাটক কনক সরোজিনীর উদ্বোধনী প্রদর্শনী। পরের দিন ১ নভেম্বর শুক্রবার একই সময়ে অনুষ্ঠিত হবে নাটকটির আরো একটি বিশেষ প্রদর্শনী। মাহমুদুল ইসলাম সেলিম রচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন নয়ন বার্টেল। দিনাজপুর নাট্য সমিতি প্রযোজিত ও ইতিহাস আশ্রিত এই নাটকে নাম ভূমিকায় অভিনয় করবেন সুপ্রীতি প্রিয়া। এছাড়াও অন্যান্য চরিত্রে থাকছেন- সম্বিত সাহা, ওমর শরীফ, কথক, সুপ্লা সাহা, তরিকুল আলম, রেনু বেগম, স্মৃতি, সগীর কমল, টঙ্কনাথ, রাজিব হোসেন, কনক রায়, জাহিদ হোসেন প্রমুখ। নাটকের মঞ্চ পরিকল্পনা করেছেন ফজলে রাব্বি সুকর্ণ, সঙ্গীত ও আলোকায়ন করছেন নির্দেশক নিজেই। এটি নয়ন বার্টেল নির্দেশিত ১৭তম প্রযোজনা। এর আগে ‘ক্ষতবিক্ষত’, ‘ময়ূর সিংহাসন’, ‘প্রাগৈতিহাসিক’সহ বেশ কিছু দর্শকপ্রিয় নাটক নির্দেশনা দিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।