Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

মঞ্চে আসছে নতুন নাটক কনক সরোজিনী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

আজ সন্ধ্যায় দিনাজপুর নাট্য সমিতির শতবর্ষীমঞ্চে অনুষ্ঠিত হবে নতুন নাটক কনক সরোজিনীর উদ্বোধনী প্রদর্শনী। পরের দিন ১ নভেম্বর শুক্রবার একই সময়ে অনুষ্ঠিত হবে নাটকটির আরো একটি বিশেষ প্রদর্শনী। মাহমুদুল ইসলাম সেলিম রচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন নয়ন বার্টেল। দিনাজপুর নাট্য সমিতি প্রযোজিত ও ইতিহাস আশ্রিত এই নাটকে নাম ভূমিকায় অভিনয় করবেন সুপ্রীতি প্রিয়া। এছাড়াও অন্যান্য চরিত্রে থাকছেন- সম্বিত সাহা, ওমর শরীফ, কথক, সুপ্লা সাহা, তরিকুল আলম, রেনু বেগম, স্মৃতি, সগীর কমল, টঙ্কনাথ, রাজিব হোসেন, কনক রায়, জাহিদ হোসেন প্রমুখ। নাটকের মঞ্চ পরিকল্পনা করেছেন ফজলে রাব্বি সুকর্ণ, সঙ্গীত ও আলোকায়ন করছেন নির্দেশক নিজেই। এটি নয়ন বার্টেল নির্দেশিত ১৭তম প্রযোজনা। এর আগে ‘ক্ষতবিক্ষত’, ‘ময়ূর সিংহাসন’, ‘প্রাগৈতিহাসিক’সহ বেশ কিছু দর্শকপ্রিয় নাটক নির্দেশনা দিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সরোজিনী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ