প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
গত শুক্রবার বলিউডের ‘হাউসফুল ফোর’, ‘ষা- কি আঁখ’ এবং ‘মেড ইন চায়না’ ফিল্ম তিনটি মুক্তি পেয়েছে। তিনটি ফিল্মই কম বেশি সাফল্য পেয়েছে যেটি সবচেয়ে বেশি বাণিজ্যিক সাফল্য পেয়ে প্রশংসায় সেটিই পিছিয়ে আর আয়ে যেটি সবচেয়ে পিছিয়ে সেটি প্রশংসা পেয়েছে সবচেয়ে বেশি, বাস্তবে এমনটিই কথা ছিল। রিইনকারনেশন কমেডি ‘হাউসফুল ফোর’ পরিচালনা করেছেন ফরহাদ সামজি; অভিনয় করেছেন অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, ববি দেওল, কৃতি সানোন, পূজা হেগড়ে, কৃতি খারবান্দা, চাঙ্কি পা-ে, জনি লিভার, জিগলি , রঞ্জিত, রানা দাগ্গুবাতি, নেওয়াজউদ্দিন সিদ্দিকি এবং শারদ কেলকার। শুক্রবার ১৯.০৮ কোটি রুপিতে ফিল্মটির যাত্রা শুরু। এর পরের দুদিনে পরপর ১৮.৮১ কোটি রুপি এবং ১৫.৩৩ কোটি রুপি আয়ে সপ্তাহাস্তের আয় ৫৩.২২ কোটি রুপি।এবং সোমবার ৩৪.৩৩ কোটি রুপি এবং মঙ্গলবার ২০.৫০ কোটি রুপি আয় করে ফিল্মটির সর্বশেষ আয় ১০৮.০৫ কোটি রুপি। পাঁচে আড়াই তারকা। কমেডি ফিল্ম ‘মেইড ইন চায়না’ পরিচালনা করেছন মিখিল মুসালে; অভিনয় করেছেন রাজকুমার রাও, মৌনী রায় বোমান ইরানি, আমায়রা দাস্তুর, পরেশ রাওয়াল, গজরাজ রাও, সমুত ব্যাস, মনোজ জোশি। ১.০৫ কোটি রুপিতে যাত্রা শুরু করে মঙ্গলবার পর্যস্ত ফিল্মটির আয় ৮.৮৫ কোটি রুপি। পাঁচে তিন তারকা। তুষার হিরানন্দানি বায়োগ্রাফিকাল ড্রামা ‘ষা- কি আঁখ’ পরিচালনা করেছেন। অভিনয় করেছেন তাপসী পান্নু, ভূমি পেদনেকার, বিনীত কুমার, প্রকাশ ঝা, শাদ রান্দেভা, কূলদীপ সারিন, পবন কুমার, সারা অর্জুন. হিমাংশু শর্মা এবং নবনীত শ্রীবাস্তবা। ৪৮ লক্ষ রুপিতে শুরু করে মঙ্গলবার পর্যস্ত আয় ৭.৮২ কোটি রুপি। পাঁচে সাড়ে তিন তারকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।