প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আগামীকাল বলিউডের ‘উজদা চামান’, ‘ড্রাইভ’ এবং ‘বালা’ ফিল্ম তিনটি মুক্তি পাবার কথা ছিল। ‘বালা’ এবং ‘উজদা চামান’ ফিল্ম দুটির বিষয়বস্তু একই হওয়াতে ‘বালা’র মুক্তি এক সপ্তাহ পিছিয়ে দেয়া হয়েছে। প্যানোরামা স্টুডিওসের ব্যানারে ড্রামা ফিল্ম ‘উজদা চামান’ মুক্তি পাবে। কুমার মাঙ্গাত পাঠক এবং অভিষেক পাঠক চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন। অভিষেক পাঠকের পরিচালনায় অভিনয় করেছেন সানি সিং নিজ্জার, মানবি গাগরু, কারিশমা শর্মা, সৌরভ শুক্লা, অতুল কুমার, গ্রুশা কাপুর, গগন অরোরা এবং শারিব হাশমি। সঙ্গীত পরিচালনা করেছেন গৌরব রোশিন এবং গুরু রান্দেভা। ধর্ম প্রডাকশন্স এবং ফক্স স্টার স্টুডিওসের ব্যানারে ‘ড্রাইভ’ মুক্তি পাবে। অ্যাকশন ফিল্মটি প্রযোজনা করেছেন হিরু যশ জোহর এবং করণ জোহর। তরুণ মানসুখানির পরিচালনায় অভিনয় করেছেন সুশাস্ত সিং রাজপুত, জ্যাকলিন ফার্নান্দেজ, বিক্রমজিত বার্ক, সাপনা পাব্বি, বোমান ইরানি এবং পঙ্কজ ত্রিপাঠী। জাভেদ মোহসিন, তনিষ্ক বাগচী এবং অমর্ত্য বোবো রাহুত সঙ্গীত পরিচালনা করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।