Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

দৌলতপুরে চাঁদা দিতে অস্বীকার করায় হামলা : নিহত ১ আহত ১

প্রকাশের সময় : ২০ জুন, ২০১৬, ১২:০০ এএম

দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা
কুষ্টিয়ার দৌলতপুরে দুর্বৃত্তদের হামলায় আজির উদ্দিন সর্দার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং এ ঘটনায় আহত হয়েছে রাজু নামে (৩২) নামে এক যুবক। শনিবার রাত ১০টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের জয়রামপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, জয়রামপুর এলাকার জামান টোব্যাকো ভাড়া নিয়ে সাঈক ইন্ডাঃ লিঃ নাম দিয়ে সিনার গোল্ড সিগারেট উৎপাদন করে আসছিল পার্শ্ববর্তী কল্যাণপুর এলাকার আজির উদ্দিন সর্দারের ছেলে মাজেদুল ও কবির উদ্দিনের ছেলে রাজু এবং আল্লারদর্গা পশুহাট এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে ছোটন। ওই সকল কারখানা মালিকদের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিল জয়রামপুর গ্রামের রাসেলের নেতৃত্বে একদল দুর্বৃত্ত। শনিবার রাতে চাঁদার দাবিতে রাসেলের নেতৃত্বে স্বপন মোল্লা, সৈকত, সেতু, নাসির, রিপুলসহ ১০-১২ জন দুর্বৃত্ত দেশী অস্ত্রে সজ্জিত হয়ে কারখানায় হামলা চালায়। এসময় তারা চাঁদা দাবি করলে কারখানা মালিকরা চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে দুর্বৃত্তরা কারখানা মালিকদের ওপর হামলা চালায়। আজির উদ্দিন সর্দার হামলাকারীপদের ঠেকাতে গিয়ে তাদের হাতুড়ির আঘাতে মাটিতে লুটিয়ে পড়লে হামলকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আজির উদ্দিন সর্দারকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। হামলায় রাজু আহত হলে তাকেও কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতের বিষয়ে দৌলতপুর থানার ওসি শহিদুল ইসলাম শাহীন জানান, হত্যাকা-ের ঘটনায় থানায় মামলা হয়েছে এবং নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত আজির উদ্দিন সর্দার একই গ্রামের মৃত নজের উদ্দিনের সর্দারের ছেলে। তবে হত্যাকা-ে জড়িত কেউ আটক বা গ্রেপ্তার হয়নি বলে পুলিশ জানিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দৌলতপুরে চাঁদা দিতে অস্বীকার করায় হামলা : নিহত ১ আহত ১
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ