Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দাবিকৃত যৌতুকের টাকা না দেয়ায় রূপগঞ্জে দুই গৃহবধূর ওপর নির্যাতন রামদা দিয়ে কুপিয়ে জখম

প্রকাশের সময় : ২০ জুন, ২০১৬, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা
রূপগঞ্জে যৌতুকের টাকা না পেয়ে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন সুবর্ণা রানী সরকার (২৫) ও সানজিদা আক্তার (২২) নামে দুই গৃহবধূর উপর নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় এক জনকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার গুতিয়াব চন্ডিপাড়া ও খাদুন এলাকায় ঘটে গৃহবধূ নির্যাতনের ঘটনা। নির্যাতনের শিকার সুবর্ণা সরকার চন্ডিপাড়া এলাকার কালি দাস চন্দ্র সরকারের মেয়ে ও সানজিদা আক্তার খাদুন এলাকার দুলাল খাঁনের মেয়ে। কালী দাস চন্দ্র সরকার জানান, ১০ বছর আগে গাজীপুর জেলার কালীগঞ্জ থানার পাড়ারটেক এলাকার চাঁন মোহন সরকারের ছেলে বিমল চন্দ্র সরকার এর সাথে তার মেয়ে সুবর্ণা রানী সরকারের বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তান জন্ম নেয়। সন্তান জন্ম গ্রহণের পর থেকেই স্বামী বিমল চন্দ্র সরকার মাদকাসক্ত হয়ে পড়েন। এছাড়া বিমল চন্দ্র সরকার কোন কাজকর্ম করত না। সংসার চালানোর জন্য কোন টাকা চাইলে মারধরসহ বিভিন্ন ভাবে নির্যাতন চালানো হতো। স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন সুবর্ণা রানী সরকারের কাছে ২০ হাজার টাকা যৌতুক দাবি করে। যৌতুকের টাকা দিতে অস্বীকার করলে স্বামী বিমল চন্দ্র সরকার, কমলা রানী, চাঁন মোহন, চান্দুসহ শ্বশুরবাড়ির লোকজন সুবর্ণা রানী সরকারের উপর নির্যাতন চালিয়ে তাকে বাড়ি থেকে বিতাড়িত করে । এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গত শনিবার বিমল চন্দ্র সরকার গুতিয়াব চন্ডিপাড়া এলাকায় বেড়াতে আসে। আবারও দাবিকৃত যৌতুকের টাকা দাবি করলে সুবর্ণা রানী সরকার টাকা দিতে অস্বীকার জানায়। তখন স্বামী বিমল চন্দ্র সরকার স্ত্রী সুবর্ণা রানী সরকারের শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে নীলাফুলা জখম করে। অপর দিকে দুলাল খান জানান, ৮ বছর আগে একই এলাকার কামিজ উদ্দিনের ছেলে শাকিরের সাথে তার মেয়ে সানজিদা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে একটি ছেলে ও মেয়ের সন্তানের জন্ম হয় । প্রায় সময়ই স¦ামী শাকির হোসেন পারিবারিক বিষয়াদি নিয়ে ঝগড়া করতো । এছাড়া দীর্ঘদিন ধরে স্বামী শাকির হোসেনসহ শ্বশুরবাড়ি লোকজন ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে আসছিলো। সানজিদা আক্তার দাবিকৃত যৌতুকের টাকা দিতে অস্বীকার জানায়। গত শনিবার সকালে স্বামী শাকির হোসেন, জাকির হোসেন, শ্বশুর কামিজ উদ্দিন, জামিলা বেগমসহ শ্বশুরবাড়ির লোকজন সানজিদা আক্তারকে হত্যার উদ্দেশ্যে মাথায় দা দিয়ে কুপিয়ে জখম করে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে নিলাফুলা জখম করে । এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, পৃথক ঘটনায় অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।
যুবককে শ্বাসরোধে হত্যা চেষ্টা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন একটি বসতবাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় আল-আমিন নামে এক যুবককে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালানো হয়। গতকাল রোববার সকালে উপজেলার মাঝিনা সুতিরপাড় এলাকায় ঘটে এ ঘটনা। ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষ আরিফ, শরীফসহ অজ্ঞাত ৫/৬ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাইফুল ইসলামের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। এসময় তার চাচাতো ভাই আল-আমিন হামলা ও ভাংচুরে বাধা প্রদান করে। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন আল-আমিনতে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। হামলাকারী নগদ ৮০ হাজার টাকা, ২ ভরি স্বর্ণালংকারসহ ৬৫ হাজার টাকা ক্ষতি সাধন করে বলে দাবি করেন সাইফুল ইসলাম। এ ব্যপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দাবিকৃত যৌতুকের টাকা না দেয়ায় রূপগঞ্জে দুই গৃহবধূর ওপর নির্যাতন রামদা দিয়ে কুপিয়ে জখম
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ