মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমানকে আকাশসীমা ব্যবহার করতে দেয়নি পাকিস্তান। এ নিয়ে বৈশ্বিক বেসামরিক বিমান চলাচল বিষয়ক সংগঠন ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনকে (আইসিএও) নালিশ করে ভারত। এনিয়ে আইসিএওর বক্তব্যও ভারতকে হতাশ করেছে। আইসিএও জানিয়েছে, এক্ষেত্রে তাদের কিছু করার নেই। আইসিএও বলেছে, একমাত্র অসামরিক বিমান চলাচলের ক্ষেত্রে এই বিষয়ে তারা হস্তক্ষেপ করতে পারে। সামরিক বিমান বা কোনও দেশের প্রধানমন্ত্রী বা জাতীয় নেতৃবৃন্দকে বহনকারী বিমানগুলি রাষ্ট্রীয় বিমান হিসাবে বিবেচিত হয়, সেগুলির বিষয়ে হস্তক্ষেপ করতে অপারগ তারা। আইসিএওর মুখপাত্র বলেছেন, শিকাগো কনভেনশন অনুযায়ী আন্তর্জাতিক অসামরিক বিমান চলাচলের ক্ষেত্রেই কোনও দেশের সরকারকে সহযোগিতা করতে পারে আইসিএও, কিন্তু কোনও রাষ্ট্রীয় বা সামরিক বিমানের ক্ষেত্রে হস্তক্ষেপে সক্ষম নয়। জাতীয় নেতৃবৃন্দকে বহনকারী বিমানগুলি রাষ্ট্রীয় বিমান হিসাবে বিবেচিত হয় এবং তাই সেগুলি আইসিএওর বিধানের মধ্যে পড়ে না, জানান ওই মুখপাত্র। সোমবার সউদী সফরে যাওয়ার সময় মোদির বিমানকে পাকিস্তানের আকাশপথ ব্যবহার অনুমতি দেয়নি পাক সরকার। এনডিটিভি, ইন্ডিয়া টুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।