Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোবিপ্রবি’র ৬ তলা থেকে পড়া আহত শ্রমিকের মৃত্যু

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৯, ৬:১৫ পিএম

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নির্মাণাধীন ১০ তলা ভবনের ৬তলা থেকে পা পিছলে পড়ে আহত জুয়েল (২৭) এর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত জুয়েল চাঁপাইনবাবগঞ্জ জেলার ছায়েদুল হকের ছেলে। এর আগে সোমবার সকাল ৯টার দিকে বিশ^বিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা কোয়াটারের ৬ তলা থেকে পড়ে সে আহত হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসাইন রাজু জানান, বিশ^বিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা কোয়াটারের নির্মাধীণ ১০তলা ভবনের ৬ তলায় কাজ করতে উঠলে অসাবধানতাবশত হঠাৎ পা পিছলে শ্রমিক জুয়েল নিছে পড়ে যায়। পরে তাকে অন্য শ্রমিকরা গুরুতর আহত অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রমিকের মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ