নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
সবকিছু ঠিক থাকলে আগামীকালই ভারত সফরের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। হাতে আর মাত্র একদিনের একটু বেশি সময়। টি-টোয়েন্টি দল ঘোষনা হলেও এখনও দেয়া হয়নি টেস্টের দল। এরই মধ্যে পারিবারিক সমস্যার কারণে এই সফর থেকেই নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন তামিম ইকবাল। এবার শঙ্কা দেখা দিয়েছে সাকিব আল হাসান নিয়েও! সফরে যে দুটি ফরম্যাটে খেলবে বাংলাদেশ সেই টেস্ট ও টিটোয়েন্টির অধিনায়কই যেতে চাচ্ছেন না ভারতে! শঙ্কা খোদ বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের। বিভিন্ন সংবাদ মাধ্যমে বোর্ড প্রধানের বরাতে জানা যাচ্ছে, ভারত সফর নিয়ে নানা কারণে তিনি শঙ্কিত।
বিভিন্ন দাবিদাওয়া চেয়ে খেলোয়াড়দের ধর্মঘটের কারণে ভারত সফর নিয়েই দেখা দিয়েছিল শঙ্কা। নানান নাটকীয়তায় বিসিবি সব দাবি মেনে নেওয়ার পর উবে যায় শঙ্কার মেঘ। অনুশীলনেও ফেরেন ক্রিকেটাররা। কিন্তু জাতীয় দলের ভারত সফরে ক্যাম্পের প্রথম দিনেই মাঠে যাননি সাকিব। কেন যাননি তা নিয়েও দেখা দেয় ধোঁয়াশা। পরে কোচ জানান অসুস্থতার কারণে ছুটি নিয়েছেন তিনি। পরদিন সাকিব অনুশীলনে যোগ দিলেও ওইদিনই পারিবারিক কারণে নিজেকে পুরো সিরিজ থেকে প্রত্যাহার করে নেন তামিম।
গতকাল দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও খেলতে নামেননি সাকিব। তামিমের পুরো সিরিজ থেকে নিজেকে সরিয়ে নেওয়া ও সাকিবের অনুশীলনে নিয়মিত না থাকায় সন্দেহ প্রকাশ করেছেন নাজমুল, ‘ভারতের সঙ্গে প্রথম একটা সিরিজ খেলতে যাচ্ছে, কারো সিরিয়াসনেস নাই। যেদিনই ওদের সঙ্গে বসলাম। সব মিটমাট হলো সেদিনই তামিম এসে আমাকে বলল- ‘আমি যাচ্ছি না।’ অথচ ওর সন্তান আসবে পৃথিবীতে সেটা ছিল শেষ টেস্টের সময়টায়। কিন্তু ও বলল পুরো সিরিজেই ও যাচ্ছে না। এটা ছিল প্রথম।’ তামিম পরিষ্কারভাবে জানানোয় তাও কোন সমস্যা হচ্ছে না। কিন্তু সাকিব যাচ্ছেন কিনা তা নিয়ে খোদ বোর্ড প্রধানই জানালেন গভীর অনিশ্চয়তার কথা, ‘আমি পরিষ্কার হতে পারিনি। (সাকিব যাচ্ছে কিনা) এটাই তো সমস্যা। পরশু দিন (আগামীকাল) দল যাবে। কালকের (আজ) মধ্যে পরিষ্কার হতে হবে।’
গতপরশু প্রস্তুতি ম্যাচ দেখতে গিয়েছিলেন বোর্ড প্রধান। গিয়ে দেখেন সাকিব খেলছেন না সে ম্যাচে, ‘আমার সঙ্গে দেখা হলো (সাকিবের), ও বলল মাঠে যাচ্ছি। মাঠে গিয়ে দেখি ও নাই। তার নাকি কোচের সঙ্গে কথা হয়েছে সে নাকি ছুটিতে!’ অনুশীলনে সাকিবের এমন অনুপস্থিতি বিসিবি প্রধানের কাছে মনে হচ্ছে অস্বাভাবিক, ‘প্রথম দিন গেল না (সাকিব) অনুশীলনে। পরের দিন অর্ধেক থেকে চলে এল। তৃতীয় দিন আবার নাই। এটা কি মনে হয় না এরমধ্যে সন্দেহের যথেষ্ট কারণ আছে? আমি কি সন্দেহ করতে পারি না? আমি কি বিকল্প ঠিক করে রাখতে পারি না? কারো সঙ্গে আলাপও করতে পারি না? সাকিবকে ডেকেছি। দেখি ও কী বলে। আরও অনেকে হতে পারে। আমি জানি না কারা। তবে তথ্য ছিল ওরা যাবে না।’
সাকিব কোন কারণে ভারত সফরে না গেলে দল কি রকম বিপদে পড়বে তাও আঁচ করলেন বিসিবি প্রধান, ‘যদি সাকিব না যায় তখন কি করব? এটা নিয়ে কি হবে কেউ ভাবে? ও না গেলে আমার পুরো কম্বিনেশনই চেঞ্জ। ভারত সিরিজে কি হতে যাচ্ছে আমি সত্যি শঙ্কিত।’
শুধু খেলেযায়াড় না যাওয়াই নয়, বিসিবি সভাপতি দাবি করেন, ধর্মঘট ডেকে ভারত সফরটাকেই বানচাল করার চেষ্টা করা হয়েছিল, ‘ভারত সফরের এখনো আপনারা কিছুই দেখেননি। দেখেন না কী হয়। আমি যখন বলেছি, এটার মধ্যে একটা ষড়যন্ত্র আছে...। আপনারা আমাকে এত বছর ধরে চেনেন, কখনো ভুল বা মিথ্যা বলেছি? এ রকম কথা যদি আমি বলে থাকি, নিশ্চয়ই এটার মধ্যে কিছু একটা আছে। আমার কাছে তথ্য ছিল যে ভারত সিরিজ বানচাল হবে।’
এব্যপারে সাকিবের কোন মন্তব্য না পাওয়া গেলেও বাণিজ্যিক চুক্তি ভঙ্গের কারণ দর্শানোর নোটিশের জবাবে বিশ্বসেরা এই অলরাউন্ডার বলেন, ‘এই বিষয়টি স্পর্শকাতর। যেহেতু এখন আনুষ্ঠানিক আলোচনা হচ্ছে এগুলো নিয়ে বাড়তি কথা না বলাই ভালো। স্বাভাবিকভাবেই আমার একটা উত্তর থাকবে। উত্তরটা যখন যাবে, এগুলো শেষ হলে খোলামেলা আলাপ করা যাবে।’
যদি শঙ্কা কাটিয়ে সফরটি হয়-ও তাতেও শেষ সময়ে দলের কম্বিনেশন নিয়েই বেশি চিন্তিত মনে হলো প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুকেও। আগামীকালই দেশ ছাড়ার কথা দলের। এখনও দল না দেয়ার কারণ স্পষ্ট করে কিছু বলতে পারেননি সাবেক এই অধিনায়ক, ‘আছে একটু টেকনিক্যাল সমস্যা। সে সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত দল দিতে পারছি না।’
তবে বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান সাবেক অধিনায়ক আকরাম খান জানিয়েছেন, আজই সাকিবের সঙ্গে বসে ভারত সম্পর্কে তার মনোভাব পরিস্কারের কথা জানতে চাইবে বোর্ড। সেই সঙ্গে আজই নতুন করে টি-টোয়েন্টি দল এবং আগামীকাল টেস্ট ঘোষণার কথাও বলেন সাবেক এই অধিনায়ক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।