Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাকিবসহ অনীহা অনেকেরই!

ভারত সফর নিয়ে বোমা ফাটালেন বিসিবি সভাপতি পাপন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৯, ১২:০৪ এএম

সবকিছু ঠিক থাকলে আগামীকালই ভারত সফরের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। হাতে আর মাত্র একদিনের একটু বেশি সময়। টি-টোয়েন্টি দল ঘোষনা হলেও এখনও দেয়া হয়নি টেস্টের দল। এরই মধ্যে পারিবারিক সমস্যার কারণে এই সফর থেকেই নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন তামিম ইকবাল। এবার শঙ্কা দেখা দিয়েছে সাকিব আল হাসান নিয়েও! সফরে যে দুটি ফরম্যাটে খেলবে বাংলাদেশ সেই টেস্ট ও টিটোয়েন্টির অধিনায়কই যেতে চাচ্ছেন না ভারতে! শঙ্কা খোদ বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের। বিভিন্ন সংবাদ মাধ্যমে বোর্ড প্রধানের বরাতে জানা যাচ্ছে, ভারত সফর নিয়ে নানা কারণে তিনি শঙ্কিত।

বিভিন্ন দাবিদাওয়া চেয়ে খেলোয়াড়দের ধর্মঘটের কারণে ভারত সফর নিয়েই দেখা দিয়েছিল শঙ্কা। নানান নাটকীয়তায় বিসিবি সব দাবি মেনে নেওয়ার পর উবে যায় শঙ্কার মেঘ। অনুশীলনেও ফেরেন ক্রিকেটাররা। কিন্তু জাতীয় দলের ভারত সফরে ক্যাম্পের প্রথম দিনেই মাঠে যাননি সাকিব। কেন যাননি তা নিয়েও দেখা দেয় ধোঁয়াশা। পরে কোচ জানান অসুস্থতার কারণে ছুটি নিয়েছেন তিনি। পরদিন সাকিব অনুশীলনে যোগ দিলেও ওইদিনই পারিবারিক কারণে নিজেকে পুরো সিরিজ থেকে প্রত্যাহার করে নেন তামিম।

গতকাল দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও খেলতে নামেননি সাকিব। তামিমের পুরো সিরিজ থেকে নিজেকে সরিয়ে নেওয়া ও সাকিবের অনুশীলনে নিয়মিত না থাকায় সন্দেহ প্রকাশ করেছেন নাজমুল, ‘ভারতের সঙ্গে প্রথম একটা সিরিজ খেলতে যাচ্ছে, কারো সিরিয়াসনেস নাই। যেদিনই ওদের সঙ্গে বসলাম। সব মিটমাট হলো সেদিনই তামিম এসে আমাকে বলল- ‘আমি যাচ্ছি না।’ অথচ ওর সন্তান আসবে পৃথিবীতে সেটা ছিল শেষ টেস্টের সময়টায়। কিন্তু ও বলল পুরো সিরিজেই ও যাচ্ছে না। এটা ছিল প্রথম।’ তামিম পরিষ্কারভাবে জানানোয় তাও কোন সমস্যা হচ্ছে না। কিন্তু সাকিব যাচ্ছেন কিনা তা নিয়ে খোদ বোর্ড প্রধানই জানালেন গভীর অনিশ্চয়তার কথা, ‘আমি পরিষ্কার হতে পারিনি। (সাকিব যাচ্ছে কিনা) এটাই তো সমস্যা। পরশু দিন (আগামীকাল) দল যাবে। কালকের (আজ) মধ্যে পরিষ্কার হতে হবে।’

গতপরশু প্রস্তুতি ম্যাচ দেখতে গিয়েছিলেন বোর্ড প্রধান। গিয়ে দেখেন সাকিব খেলছেন না সে ম্যাচে, ‘আমার সঙ্গে দেখা হলো (সাকিবের), ও বলল মাঠে যাচ্ছি। মাঠে গিয়ে দেখি ও নাই। তার নাকি কোচের সঙ্গে কথা হয়েছে সে নাকি ছুটিতে!’ অনুশীলনে সাকিবের এমন অনুপস্থিতি বিসিবি প্রধানের কাছে মনে হচ্ছে অস্বাভাবিক, ‘প্রথম দিন গেল না (সাকিব) অনুশীলনে। পরের দিন অর্ধেক থেকে চলে এল। তৃতীয় দিন আবার নাই। এটা কি মনে হয় না এরমধ্যে সন্দেহের যথেষ্ট কারণ আছে? আমি কি সন্দেহ করতে পারি না? আমি কি বিকল্প ঠিক করে রাখতে পারি না? কারো সঙ্গে আলাপও করতে পারি না? সাকিবকে ডেকেছি। দেখি ও কী বলে। আরও অনেকে হতে পারে। আমি জানি না কারা। তবে তথ্য ছিল ওরা যাবে না।’

সাকিব কোন কারণে ভারত সফরে না গেলে দল কি রকম বিপদে পড়বে তাও আঁচ করলেন বিসিবি প্রধান, ‘যদি সাকিব না যায় তখন কি করব? এটা নিয়ে কি হবে কেউ ভাবে? ও না গেলে আমার পুরো কম্বিনেশনই চেঞ্জ। ভারত সিরিজে কি হতে যাচ্ছে আমি সত্যি শঙ্কিত।’

শুধু খেলেযায়াড় না যাওয়াই নয়, বিসিবি সভাপতি দাবি করেন, ধর্মঘট ডেকে ভারত সফরটাকেই বানচাল করার চেষ্টা করা হয়েছিল, ‘ভারত সফরের এখনো আপনারা কিছুই দেখেননি। দেখেন না কী হয়। আমি যখন বলেছি, এটার মধ্যে একটা ষড়যন্ত্র আছে...। আপনারা আমাকে এত বছর ধরে চেনেন, কখনো ভুল বা মিথ্যা বলেছি? এ রকম কথা যদি আমি বলে থাকি, নিশ্চয়ই এটার মধ্যে কিছু একটা আছে। আমার কাছে তথ্য ছিল যে ভারত সিরিজ বানচাল হবে।’

এব্যপারে সাকিবের কোন মন্তব্য না পাওয়া গেলেও বাণিজ্যিক চুক্তি ভঙ্গের কারণ দর্শানোর নোটিশের জবাবে বিশ্বসেরা এই অলরাউন্ডার বলেন, ‘এই বিষয়টি স্পর্শকাতর। যেহেতু এখন আনুষ্ঠানিক আলোচনা হচ্ছে এগুলো নিয়ে বাড়তি কথা না বলাই ভালো। স্বাভাবিকভাবেই আমার একটা উত্তর থাকবে। উত্তরটা যখন যাবে, এগুলো শেষ হলে খোলামেলা আলাপ করা যাবে।’

যদি শঙ্কা কাটিয়ে সফরটি হয়-ও তাতেও শেষ সময়ে দলের কম্বিনেশন নিয়েই বেশি চিন্তিত মনে হলো প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুকেও। আগামীকালই দেশ ছাড়ার কথা দলের। এখনও দল না দেয়ার কারণ স্পষ্ট করে কিছু বলতে পারেননি সাবেক এই অধিনায়ক, ‘আছে একটু টেকনিক্যাল সমস্যা। সে সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত দল দিতে পারছি না।’

তবে বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান সাবেক অধিনায়ক আকরাম খান জানিয়েছেন, আজই সাকিবের সঙ্গে বসে ভারত সম্পর্কে তার মনোভাব পরিস্কারের কথা জানতে চাইবে বোর্ড। সেই সঙ্গে আজই নতুন করে টি-টোয়েন্টি দল এবং আগামীকাল টেস্ট ঘোষণার কথাও বলেন সাবেক এই অধিনায়ক।



 

Show all comments
  • Shakib Sagor ২৯ অক্টোবর, ২০১৯, ১:০৭ এএম says : 0
    দেশের মানুষের একটু বিবেক জ্বলে উঠা দরকার। যে সাকিব আল হাসান যদি না খেলে তাহলে তার কোনো সমস্যা হবে না আমি মনে করি,,কিন্তুু এই পাপনের কারণে যদি দেশের ক্রিকেটের কোন ক্ষতি হয় তাহলে তাকে এর খেসারত দিতে হবে।
    Total Reply(0) Reply
  • Mir Shareare ২৯ অক্টোবর, ২০১৯, ১:০৮ এএম says : 0
    পাপন সাহেব আপনি আপনার সাঙ্গ পাঙ্গ সহ দ্রুত ক্রিকেট বোর্ড ত্যাগ করুন তা না হলে দেশের ক্রিকেট জিম্বাবুয়ের ভাগ্য বরণ করবে
    Total Reply(0) Reply
  • Md Soharab Hossen ২৯ অক্টোবর, ২০১৯, ১:০৯ এএম says : 0
    সাকিবের বড় ভুল একটায় ১১ টার প্রথম দাবী হওয়া উচিত ছিল পাপনের পদত্যাগ চাই।
    Total Reply(0) Reply
  • Mosharaf Bin Jamir ২৯ অক্টোবর, ২০১৯, ১:০৯ এএম says : 0
    প্রধান সমস্যা হচ্ছে ধর্মঘট।আরো সমস্যা হলো পাপনের দুর্নীতি ও ক্রিকেট বোর্ডের সবার অনিয়ম ও দুর্নীতি নিয়ে কথা বলা।এইগুলো হচ্ছে বড় সমস্যা।এখনতো বাঁশ দেওয়ার জন্য উঠেপড়ে লাগবেই পাপন ও তার অনুসারী বোর্ডের অন্য লোকজন।বেচারাদের এইবার 12 টা বাজিয়ে ছাড়বে।তাই অতিদ্রুত পাপন ও তার অনুসারী বোর্ডের অন্য সদস্যদের অতীসততর পদত্যাগ করে,ক্রিকেট প্রিয় অন্য মানুষকে নিয়োগ দেওয়া হোক।তানাহলে বাংলাদেশের ক্রিকেট অচিরেই ধ্বংস হয়ে যাবে।আর আস্তে আস্তে সবাইকে ধরবে।মাত্র তো ওকে দিয়ে শুরু।ক্রিকেট বোর্ডটার ১২ টা বাজাইয়া ছারবে মনে হচ্ছে পাপন আঙ্কেল।
    Total Reply(0) Reply
  • Sala Uddin ২৯ অক্টোবর, ২০১৯, ১:০৯ এএম says : 0
    পাপন সাহেব একটি কথা মনে রাখবেন শাকিব ছাড়া ক্রিকেট চলবেনা আর আপনি ছাড়া ক্রিকেট চলবে অতএব আপনি পদত্যাগ করুন
    Total Reply(0) Reply
  • মোহাম্মদ মোশাররফ ২৯ অক্টোবর, ২০১৯, ১:১০ এএম says : 0
    একটা খেলোয়াড়কে এভাবে বারবার ব্যাক্তিগত আক্রমণ করলে সে কতক্ষণ চুপ করে থাকবে? প্রত্যেকটা ইন্টারভিউতে তিনি সাকিবকে টেনে নিয়ে কথা বলেছেন এবং সব দোষ সাকিবের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন। একজন বোর্ড সভাপতি এভাবে কারো পার্সোনাল লাইফ নিয়ে মিডিয়াতে কথা বলতে পারেন না। সাকিব, ইমরুল, মিরাজ, মুশফিক সবার পরিবার নিয়ে তিনি আপত্তিকর মন্তব্য করেছেন। এখন, সাকিব যদি ইন্ডিয়া ট্যুরে না যায়, তার জন্য শুধুমাত্র পাপনই দায়ী থাকবে।
    Total Reply(0) Reply
  • নীল আকাশ ২৯ অক্টোবর, ২০১৯, ১:১১ এএম says : 0
    এভাবে ধুম্রজাল সৃষ্টি না করে সাকিব এবং বিসিবি দুতরফ থেকেই পরিষ্কার বক্তব্য চাই.. যদি সাকিব নিজে থেকে যেতে না চায় তবে তাকে কমপক্ষে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হোক. দেশের চেয়ে বড় কেউ না. দেশের জার্সি গায়ে খেলবে এর চেয়ে বড় সম্মানর কিছু হতে পারে না.. আইপিএল, সিপিএল, বিগব্যাশ খেলার সময় সব ঠিক, শুধু দেশের হয়ে খেলতে গেলেই যত বাহানা, আর সহ্য করা ঠিক হবে না.. আর যদি বিসিবির কোন ভুমিকা থেকে থাকে সাকিবকে না খেলানোর জন্য বা এমন পরিবেশ তৈরি করা হযে থাকে যে চাইলেও সাকিব খেলতে পারবে না.. তাহলে বিসিবির সভাপতি এবং পুরো বোর্ডকেই বহিষ্কার করা দরকার.. যদিও আমি মনে করি যে যাই বলুক একজন খেলোয়াড়ের মুল কাজই হচ্ছে দেশের হয়ে খেলার সুযোগ নেয়া.. আর ভারত সফরটা অত্যন্ত গুরুত্বপুর্ন. এমন সময়ে সব পক্ষেরই সংযত আচরন করা উচিত দেশের সম্মানের কথা ভেবে..
    Total Reply(0) Reply
  • Anonto Akash ২৯ অক্টোবর, ২০১৯, ১:১১ এএম says : 0
    বিসিবির কঠোর সিদ্ধান্ত নেওয়া উচিত, কোন ব‍্যক্তির চাইতে দেশ বহু উর্ধ্বে, কেউ যদি দেশের হয়ে খেলতে না চায় ,তাদেরকে বাদ দিয়ে সামনে এগোতে হবে,কাহারো জন্য কোন কিছু বসে থাকে না,এটাই নিয়ম,বিসিবির কঠোর হওয়া উচিত।
    Total Reply(0) Reply
  • সত্য বলবো ২৯ অক্টোবর, ২০১৯, ১:১২ এএম says : 0
    একটা ফাজলামি সুরু করছে পাপন সাহেব,এখন তো দেখা জাচ্ছে এই লোক ক্রিকেটের সরবনাশ করে ছারবে,আর বুজলাম না তামিম নাই,সাইফ নাই,আবার সাকিব কে নিয়া তালবাহানা তাহলে খেলবে কে?
    Total Reply(0) Reply
  • মোহাম্মদ মোশাররফ ২৯ অক্টোবর, ২০১৯, ১:১২ এএম says : 0
    আমরা এদের কে অনেক বেশি দিয়ে ফেলেছি , এটাই সমস্যা । এদের কোন দেশপ্রেম নেই । অস্ট্রেলিয়া বা ভারতে জন্মগ্রহণ করলে সাকিবের সে দেশের দলে কি জায়গা হতো? এখনই সময় বিসি বি কে এদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে
    Total Reply(0) Reply
  • নাম প্রকাশে অনিচ্ছুক ২৯ অক্টোবর, ২০১৯, ১:১২ এএম says : 0
    একটা ভাল খেলোয়াড়ের মনোবল কিভাবে ভাংতে হয় সেটা বিসিবির থেকে ভাল কেউ জানেন না। এই পাপন বাংলাদেশ ক্রিকেটকে ধংসের দিকে নিয়ে যাচ্ছে। তার পদত্যাগ কাম্য
    Total Reply(0) Reply
  • Z.Rahman ২৯ অক্টোবর, ২০১৯, ১:১৩ এএম says : 0
    ক্রিকেট আর পলিটিক্স একসাথে চলে না , উপমহাদেশের ক্রিকেটাররা অনেক বড় রাজনীতিবিদ হয়েছে, ভারত পাকিস্তানে কিন্তু ক্রিকেট থেকে অবসর নিয়ে। বাংলাদেশে ও হয়েছে ক্রিকেট খেলা অবস্থায় মাশরাফি আর সাকিব তো এখন ক্রিকেট টিমের প্রধানমন্ত্রী, আইন আর নিয়ম নীতির তোয়াক্কা তিনি অনেক দিন থেকেই করে না। আমাদের বোর্ড ও অপেশাদার সুতরাং বাংলাদেশের ক্রিকেট নিয়ে আর উচ্ছাস করে লাভ নেই।
    Total Reply(0) Reply
  • আব্দুল্লাহ ২৯ অক্টোবর, ২০১৯, ১০:৩৩ এএম says : 0
    সাকিব একটা ......র খেলোয়াড়, ওকে আজীবন নিষিদ্ধ করা হোক।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ