Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুর্কি সীমান্ত থেকে সরে যাচ্ছে কুর্দিরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের তুর্কি সীমান্ত থেকে নিজেদের প্রত্যাহার করে নিচ্ছে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স (এসডিএফ)। সীমান্ত এলাকা থেকে ৩০ কিলোমিটার পর্যন্ত সরে যাওয়ার ঘোষণা দিয়েছে এসডিএফ। তাদের এ পদক্ষেপের পর উত্তরাঞ্চলে ‘আগ্রাসন’ বন্ধ করা উচিত তুরস্কের বলে মন্তব্য করেছে সিরিয়ার সরকার।

সীমান্তে নিরাপদ অঞ্চল নির্মাণের লক্ষ্যে কুর্দি গেরিলাদের বিরুদ্ধে অপারেশন ‘পিস স্প্রিং’ নামে সেনা অভিযান চালায় তুরস্ক। তাদের সামনে টিকতে না পেরে তুরস্কের শর্ত মেনে সেখান থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিল কুর্দিরা। সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রুশ প্রশাসনের সঙ্গে তুরস্কের সম্পাদিত চুক্তি অনুযায়ী সিদ্ধান্তটি বাস্তবায়ন করছে কুর্দিরা। চুক্তিতে বলা হয়, আজ মঙ্গলবারের মধ্যে কুর্দি যোদ্ধাদের তুর্কি সীমান্ত থেকে উত্তর সিরিয়ার প্রায় ৩২ কিলোমিটার ভেতরে চলে যোত হবে। নয়তো সেখানে আবারও সেনা অভিযান চালানো হবে।
রোববার এসডিএফ এক বিবৃতিতে জানায়, তুরস্কের শর্ত মোতাবেক এসডিএফ সদস্যদের সিরিয়ার উত্তরাঞ্চলীয় সীমান্ত থেকে নতুন জায়গায় সরিয়ে নেওয়া হচ্ছে। অযাচিত রক্তপাত বন্ধ এবং তুরস্কের হামলা থেকে অঞ্চলটির বাসিন্দাদের রক্ষা করতে এটি করা হচ্ছে। একই সঙ্গে বিবৃতিতে সিরিয়ান আসাদ সরকার এবং কুর্দি নেতাদের মধ্যে একটি গঠনমূলক সংলাপে সহযোগিতা করতে রুশ প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।
প্রসঙ্গত, রাশিয়া সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী। যে কারণে অঞ্চলটিতে গত আট বছর যাবত চলা গৃহযুদ্ধের মাধ্যমে প্রতিপক্ষের কাছে হারানো বিশাল ভূখন্ড; রুশ বাহিনীর সহযোগিতায় আসাদ সরকার এরই মধ্যে পুনরুদ্ধারে সমর্থ হয়েছে।
গত ৯ অক্টোবর সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে অবস্থানরত প্রায় হাজারখানেক মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত এর পরপরই সিরিয়ায় কুর্দিদের বিরুদ্ধে অভিযান শুরু করে তুরস্ক। ১৭ অক্টোবর থেকে পাঁচ দিনের যুদ্ধবিরতি চলাকালে তুরস্কের দাবিকৃত সেফ জোনের আওতাধীন রাস আল-আইন শহর ত্যাগের ঘোষণা দেয় কুর্দি গেরিলারা। সে সময় বিদ্রোহী এই গোষ্ঠীটির কর্মকর্তারা জানান, তারা তুর্কিবাহিনী এবং তাদের মিত্র রুশ সেনাদের কাছে শহরটির নিয়ন্ত্রণ হস্তান্তর করেছেন। এমনকি আঙ্কারার পক্ষ থেকেও কুর্দি বিদ্রোহীদের শহরটি ছেড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। এর পরে রাশিয়ার সোচিতে ২২ অক্টোবর তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি সমঝোতা চুক্তিতে পৌঁছান। ওই চুক্তি অনুযায়ী, সিরিয়ার সীমান্ত রক্ষী ও রাশিয়ার সামরিক পুলিশ ওই সীমান্ত অঞ্চল থেকে ছয় দিনের মধ্যে ওয়াইপিজি যোদ্ধাদের দেশটির ভেতরে ৩০ কিলোমিটার পর্যন্ত এলাকা সরিয়ে দেবে।
গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমাদের ন্যাটোবাহিনীর অন্যতম মিত্র তুরস্ক এবং সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ), যারা কিনা সিরিয়ায় তান্ডব চালানো ইসলামিক স্টেটকে (আইএস) শক্ত হাতে পরাস্ত করতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবার তাদের মধ্যকার লড়াই থামাতে পেরে আমরা একটা বড় রকমের কাজ করেছি। আশা করছি, ভবিষ্যতে এমনটা আর হবে না।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ