Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফগানিস্তানে ৮০ তালেবান নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

আফগানিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির কান্দাহার ও ফারিয়াব প্রদেশে বিমান হামলায় অন্তত ৮০ তালেবান যোদ্ধা নিহত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ওই দুই প্রদেশে আফগান ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানে তারা নিহত হয়। অন্যদিকে কান্দাহারে যুক্তরাষ্ট্রের একটি গাড়ি বহর গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে তালেবান। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র বাহিনী কোনও মন্তব্য করেনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। নাইন ইলেভেনের হামলার পর ২০০১ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের নির্দেশে আফগানিস্তানে মার্কিন অভিযান শুরু হয়। কিন্তু ১৭ বছরেও তারা লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। আনুষ্ঠানিকভাবে ২০১৪ সালে আফগান তালেবানের বিরুদ্ধে ওই যুদ্ধ শেষ হলেও যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী এখনও সেখানে রয়ে গেছে। মার্কিন কর্তৃপক্ষের দাবি আফগান সেনাদের সহায়তা দিয়ে যাচ্ছে তাদের সেনারা। ফারিয়াব প্রদেশের পুলিশ প্রধান আবুল কারিম বলেন, ‘তালেবানদের একটি দল পাশতুনকোট জেলার নিরাপত্তা চৌকিতে হামলা চালানোর পর শনিবার রাতে তাদের লক্ষ্য করে বিমান হামলা চালায় আফগান বিমান বাহিনী।’ তিনি তুর্কি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সিকে বলেছেন, ‘ওই অভিযানে ৫৩ তালেবান যোদ্ধা নিহত ও ১১ জন আহত হয়েছে।’ প্রাদেশিক পুলিশ সদর দফতরের বিবৃতিতে বলা হয়েছে, ‘কান্দাহার প্রদেশের দক্ষিণের মারুফ ও শাহ ওয়ালি কোট জেলায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ৩৩ তালেবান যোদ্ধা নিহত ও ৮ জন আহত হয়েছে।’ তালেবানের মুখপাত্র কারি ইউসুফ বলেছেন, ‘কান্দাহারে একটি সাঁজোয়া যান সম্প‚র্ণর‚পে ধ্বংস করে দেওয়া হয়েছে। ওই গাড়ির সবাই নিহত হয়েছে।’ আল-জাজিরা, আনাদোলু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ