Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিকিৎসকের ভুলে এক শহরেই ৯শ’ শিশুর এইডস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

পাকিস্তানের সিন্ধ প্রদেশের ছোট্ট শহর রাতোদেরোর গত ছয় মাসে অন্তত ৯০০ শিশু এইচআইভি বা এইডসে পজিটিভ প্রমাণিত হয়েছে। অল্পদিনে এত শিশুর এই মরণব্যাধিতে আক্রান্ত হওয়ার নেপথে চিকিৎসকদের গাফিলতি। মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমসে এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে জানানো হয়েছে, গত এপ্রিলে এই মরণব্যাধি শহরটিতে ছড়িয়ে পড়ার পর ম‚লত শিশুদের আক্রান্ত হওয়ার সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছেই। প্রাথমিকভাবে অনুসন্ধান করে স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, শহরটিতে মরণব্যাধি এইডস ছড়িয়ে পড়ার জন্য শুধু একজন শিশুরোগ বিশেষজ্ঞ দায়ী। অভিযুক্ত ওই শিশুরোগ বিশেষজ্ঞ নাকি একই সিরিঞ্জ দিয়ে একাধিক শিশুকে ইঞ্জেকশন দিতেন। গত এপ্রিলের পর থেকে এখন পর্যন্ত প্রায় ১ হাজার ১০০ জন এইডসে আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে ৯০০ জনের বয়স ১২ বছরের কম। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, এই সংখ্যাটা প্রকৃতপক্ষে আরও বেশি। স্বাস্থ্য কর্মকর্তারা ওই শহরে গিয়ে স্বচক্ষে ভ‚্ক্তভোগীদের সঙ্গে সাক্ষাৎ করে ঘটনাগুলো বিশ্লেষণ করে জানতে পেরেছেন এইডসে আক্রান্ত এসব শিশুর বেশিরভাগ ওই মুজাফ্ফর নামের ওই শিশুরোগ বিশেষজ্ঞের কাছে চিকিৎসা নিয়েছেন। যিনি ওখানকার গরীব পরিবারগুলোর একমাত্র চিকিৎসক। স্থানীয় সাংবাদিক গুলবাহার শেখ শহরটিতে মহামারি আকার ধারণ করা ভয়াবহ এই বিষয় নিয়ে সর্বপ্রথম প্রতিবেদন তৈরি প্রকাশ করেন। নিউইয়র্ক টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ