বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
এশিয়ার স্থপতিদের নিয়ে রাজধানী ঢাকায় ৫ দিন ব্যাপি আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে আগামী ৩ নভেম্বর। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এবারের আর্কএশিয়া ফোরাম-২০’র প্রতিপাদ্য বিষয় ‘আর্কিটেকচার ইন এ চেঞ্জিং ল্যান্ডস্কেপ’। সোমবার (২৮ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত বাস্থই এর এক সংবাদ সম্মেলনে ৫ দিনব্যাপী অনুষ্ঠান এবং এর গুরুত্ব সম্পর্কে জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাস্থই এর সভাপতি স্থপতি জালাল আহমেদ, ফোরাম অনুষ্ঠানের আহ্বায়ক স্থপতি ড. আবু সাইদ এম আহমেদ, উপদেষ্টা স্থপতি মোবাশে^র হোসেন, প্রাক্তন বাস্থই সভাপতি স্থপতি কাজী গোলাম নাসির, বাস্থই এর সহ-সভাপতি (আন্তর্জাতিক বিষয়াদি) স্থপতি এহসান খান, সহ-সভাপতি (জাতীয় বিষয়াদি) স্থপতি মামনুন মুর্শেদ চৌধুরী, সাধারণ সম্পাদক স্থপতি নওয়াজীশ মাহবুব এবং কোষাধক্ষ্য ও আইএবি বিল্ড এক্সপো এর সদস্য সচিব স্থপতি এম মাসুদ রশিদ। আর্কএশিয়া ফোরাম-২০’র আহ্বায়ক ড. আবু সাইদ এম আহমেদ বলেন, জলবায়ু পরিবর্তন ও দ্রুতগতি নগরায়নের ফলে প্রতিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলায় এশিয় দেশগুলির স্থপতিদের উদ্ভাবনী চিন্তা ও টেকসই সমাধানের প্রচেষ্টার প্রতিফলন ঘটেছে এবারের প্রতিপাদ্যে। এশিয়ার ২১টি দেশ থেকে আর্কএশিয়ার কমিটি প্রতিনিধিরা ছাড়াও ১৫শ’র বেশি স্থপতি অংশগ্রহণকারী এবং বিশে^র বিভিন্ন দেশের আমন্ত্রিত বক্তারা যোগ দিচ্ছেন ‘আর্কএশিয়া ফোরাম-২০ ঢাকা-১৯’র বিভিন্ন অনুষ্ঠানে। বাস্থই সভাপতি বলেন, উৎসবের আমেজে স্থাপত্য পেশা ও শিল্পকে সাধারণ মানুষের আরও কাছাকাছি নিয়ে যাওয়ার উদ্দেশ্যে শহর জুড়ে বিভিন্ন উন্মুক্ত প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।