Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিএসসিসির ২১ কাউন্সিলরকে শোকজ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৯, ৬:২০ পিএম

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ২১ জন ওয়ার্ড কাউন্সিলরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সংস্থাটি। তাদের মধ্যে ২ জন সংরক্ষিত আসনের কাউন্সিলরও আছেন। ডিএসসিসি জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় জানিয়েছেন, তিন-এর অধিক বোর্ড সভায় অনুপস্থিতির কারণে কাউন্সিলরদের কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। আগামী ৭ কার্যদিবসের মধ্যে তাদের চিঠির জবাব দিতে বলা হয়েছে।

নোটিশপ্রাপ্ত কাউন্সিলরা হলেন- ৩নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাকসুদ হোসেন, ৪ নম্বর ওয়ার্ডের গোলাম হোসেন, ৫ নম্বর ওয়ার্ডের আশরাফুজ্জামান, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল বাসিত খান, ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোলাম আশরাফ তালুকদার, ১৩ নম্বর ওয়ার্ডের মোস্তফা জামান, ১৪ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ সেলিম, ১৮ নম্বর ওয়ার্ডের জসিম উদ্দীন আহমেদ, ২২ নম্বর ওয়ার্ডের তারিকুল ইসলাম সজিব। ২৮ নম্বর ওয়ার্ডের মো. আনোয়ার পারভেজ, ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. হাসান, ৩১ নম্বর ওয়ার্ডের রফিকুল ইসলাম রাসেল, ৩২ নম্বর ওয়ার্ডের মো. বিল্লাল শাহ, ৩৩ নম্বর ওয়ার্ডের মো. আউয়াল হোসেন, ৩৯ নম্বর ওয়ার্ডের ময়নুল হক মঞ্জু, ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মকবুল ইসলাম খান টিপু। নোটিশ প্রাপ্তদের মধ্যে আছেন, ৪১ নম্বর ওয়ার্ডের সারোয়ার হাসান (আলো), ৪৩ নম্বর ওয়ার্ডের মো. আরিফ হোসেন, ৫২ নম্বর ওয়ার্ডের নাছিম মিয়া, সংরক্ষিত ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাশিদা পারভীন মনি এবং সংরক্ষিত ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিউলি হোসেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিএসসিসি

২৩ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ