Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

থলের বিড়াল বেরিয়ে পড়ার আশঙ্কায়ই ফাহিমকে গুলি করে হত্যা -জামায়াত

প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : মাদারীপুর নাজিম উদ্দিন কলেজের প্রভাষক রিপন চক্রবর্তীর ওপর হামলার ঘটনা ধামাচাপা দিতেই বন্দুকযুদ্ধের নামে গোলাম ফাইজুল্লাহ ফাহিমকে হত্যা করা হয়েছে কি না এমন প্রশ্ন তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা: শফিকুর রহমান বলেন, মাদারীপুরের নাজিম উদ্দিন কলেজের প্রভাষক রিপন চক্রবর্তীর ওপর হামলার অভিযোগে হাতেনাতে ধরা পড়া গোলাম ফাইজুল্লাহ ফাহিমকে রিমান্ডে থাকা অবস্থায় তথাকথিত বন্দুকযুদ্ধের নামে হত্যা করার উদ্দেশ্য কী? গোলাম ফাইজুল্লাহ ফাহিমকে গ্রেফতার করার পর তাকে রিমান্ডে নেয়া হয়েছে। রিমান্ডে থাকা অবস্থায় তাকে তথাকথিত বন্দুকযুদ্ধের নামে হত্যা করার ঘটনাটি রহস্যজনক বলে মনে করে দেশের জনগণ। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে জিজ্ঞাসাবাদ করে তথ্য উদ্ধার করে তার সাথে থাকা অন্যদেরও গ্রেফতার করে আইনের আওতায় আনা উচিত ছিল। আইন অনুযায়ী আদালত তাদের বিচার করে দোষী প্রমাণিত হলে উপযুক্ত শাস্তি বিধান করবে এটাই ছিল দেশবাসীর প্রত্যাশা।জামায়াত নেতা বলেন, আইনের পথ উপেক্ষা করে তথাকথিত বন্দুকযুদ্ধের নামে গোলাম ফাইজুল্লাহ ফাহিমকে হাতকড়া পরা অবস্থায় হত্যা করার ঘটনায় জনগণের মনে প্রশ্ন সৃষ্টি হয়েছে যে, প্রকৃত ঘটনা জনগণকে জানতে না দিয়ে ধামাচাপা দেয়ার উদ্দেশ্যেই কি গোলাম ফাইজুল্লাহ ফাহিমকে তথাকথিত বন্দুকযুদ্ধের নামে হত্যা করা হলো?



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: থলের বিড়াল বেরিয়ে পড়ার আশঙ্কায়ই ফাহিমকে গুলি করে হত্যা -জামায়াত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ