Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

মঠবাড়িয়ায় দেড় লাখ টাকার অবৈধ জাল ও নৌকা জব্দ

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৯, ২:৪২ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা মৎস্য অফিস রোববার দুপুরে বিভিন্ন খালে অভিযান চালিয়ে প্রায় দেড় লাখ টাকা মূল্যের ৫ হাজার মিটার অবৈধ বাঁধা ও চর গড়া জাল এবং মাছ ধরার কাজে ব্যবহৃত ১টি নৌকা জব্দ করে। উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সরোয়ারর্দীর নেতৃত্বে থানা পুলিশ আমুয়া-মিরুখালী খাল এবং মিরুখালী-মঠবাড়িয়া খালে অভিযান চালিয়ে মাছ ধরার সময় জাল ও নৌকা জব্দ করে। এ সময়ে জেলেরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয় এবং নৌকাটি ধ্বংশ করা হয়।
এ সময় উপজেলা মৎস্য অফিসের মাঠ সহকারি মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অবৈধ জাল ও নৌকা জব্দ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ