নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
লেভানদস্কি ও পাভার্দের গোলে বৃন্দেসলিগায় বার্লিন ইউনিয়নের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছেড়েছে বায়ার্ন মিউনিখ। আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার রাতে ২-১ গোলের জয় পায় এই জায়েন্ট ক্লাবটি।
নিজেদের মাঠে এদিন ম্যাচের ত্রয়োদশ মিনিটে এগিয়ে যায় বায়ার্ন। গোলমুখে বল বিপদমুক্ত করার জন্য পাঞ্চ করেছিলেন ইউনিয়ন বার্লিন গোলরক্ষক। কিন্তু বল চলে যায় বক্সের ঠিক বাইরে থাকা বাঁজামাঁ পাভার্দের পায়ে। জোড়ালো শটে জাল খুঁজে নেন ফরাসি ডিফেন্ডার।
দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হয় লেভানদোভস্কির গোলে। প্রতিপক্ষ এক খেলোয়াড়ের গায়ে লেগে আসা বল ডি বক্সের ঠিক বাইরে পেয়ে যান পোলিশ স্ট্রাইকার। ডান পায়ের নিখুঁত শটে করেন লক্ষ্যভেদ। ম্যাচের শেষদিকে দলের স্ট্রাইকার সেবাস্তিয়ান পলতার বায়ার্নের বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ইউনিয়ন বার্লিন। স্পটকিক থেকে ব্যবধান কমান পলতার।
৯ ম্যাচে পাঁচ জয় ও তিন ড্রতে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন। এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এসসি ফ্রেইবুর্ক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।