Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রুশ সৈন্যের গুলিতে ৮ সহকর্মী নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

রাশিয়ার পূর্বাঞ্চলীয় এক সামরিক ঘাঁটিতে সেনাসদস্যের গুলিতে সহকর্মী ৮ সৈন্য নিহত ও আরও ২ জন গুরুতর আহত হয়েছে বলে দেশটির কর্মকর্তারা নিশ্চিত করেছেন। গত শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৬টার দিকে চিতা শহরের কাছে গোর্নি গ্রামের ৫৪১৬০ নম্বর সেনা ইউনিটে এ ঘটনা ঘটে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে। সন্দেহভাজন হত্যাকারী রমিল শামসুৎদিনভকে আটক করা হয়েছে। তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে কর্মকর্তাদের ধারণা।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার বৈকাল হ্রদের প‚র্ব অংশে সৈনিকদের দৈনিক পালাবদলের সময়ে এই গুলির ঘটনা ঘটে। নিহত ৮ জনের মধ্যে দুই সামরিক কর্মকর্তাও আছেন। সন্দেহভাজন হত্যাকারী শামসুৎদিনভ হতাহতদের মাথা লক্ষ্য করে গুলি চালিয়েছিল বলে জানিয়েছে রুশ গণমাধ্যমগুলো। রাশিয়ার সামরিক বাহিনীর ওই ৫৪১৬০ সেনা ইউনিটের মধ্যেই একটি আর্টিলারি ব্রিগেড ও একটি ক্ষেপণাস্ত্র ব্রিগেড আছে; এই ইউনিটের হাতে ইস্কান্দের ক্ষেপণাস্ত্রও আছে, যা পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম বলে বিবিসি জানিয়েছে। রাশিয়ায় ১৮ থেকে ২৭ বছর বয়সী সব পুরুষের জন্য সামরিক বাহিনীতে কাজ করা বাধ্যতাম‚লক। সাধারণত এক বছর এ সেবা দিতে হয়; তারপর যে কেউ চাইলে সশস্ত্রবাহিনীকে পেশা হিসেবে নিতে চুক্তি করতে পারেন। সূত্র : রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ