Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ম্যানইউর রেকর্ডে লেস্টারের হানা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

ইংলিশ প্রিমিয়ার লিগে দুই যুগ পুরোনো ইতিহাস মনে করিয়ে দিল লেস্টার সিটি। প্রিমিয়ার লিগে এতদিনে সবচেয়ে বড় জয়ের রেকর্ডটি এককভাবে ছিলো ম্যানচেস্টার ইউনাইটেডের দখলে। ১৯৯৫-৯৬ মৌসুমে তারা ইপসউইচ টাউনকে হারিয়েছিলো ৯-০ ব্যবধানে। এবার সেই রেকর্ডে ভাগ বসিয়েছে লেস্টার।

সেন্ট মেরিস স্টেডিয়ামে পরশু ম্যাচের দিন ছিল বৃষ্টি। তবে প্রকৃতির বৃষ্টিতে তারা করেছে রেকর্ডের উৎসব। সাউদহ্যাম্পটনকে ৯-০ গোলে হারিয়ে লজ্জার সাগরে ডুবিয়ে দিয়েছে তারা। এরফলে ম্যানইউর একক দখলে থাকা রেকর্ডের পাশে বসে নতুন রেকর্ডের জন্ম দিল লিস্টার।

২৪ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসিয়েছে লিস্টার। জেমি ভার্ডি ও আয়োসি পেরেসের হ্যাটট্রিকে ৯-০ গোলের জয়ে ধুলো পড়া রেকর্ড বইয়ের পাতা খুলেছে তারা। প্রিমিয়ার লিগ ইতিহাসে এতদিন সবচেয়ে বড় জয়ের রেকর্ড ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের। ১৯৯৫ সালে ইপসউইচ টাউনকে ৯-০ গোলে হারিয়েছিল রেড ডেভিলরা। সবচেয়ে বড় জয়ের সেই রেকর্ডে এবার ভাগ বসিয়েছে লিস্টার।

তবে একটা জায়গায় লিস্টার সবাইকে ছাড়িয়ে। ম্যানইউ জয়টা পেয়েছিল ঘরের মাঠে, আর লিস্টার গোল উৎসব করেছে প্রতিপক্ষের মাঠে। যাতে প্রিমিয়ার লিগ ইতিহাসে অ্যাওয়ে ম্যাচে সবচেয়ে বড় জয়ের রেকর্ডটা এখন তাদের দখলে। এর আগে অ্যাওয়ে ম্যাচে সবচেয়ে বড় জয়ের রেকর্ড ছিল উলভসের মাঠে ওয়েস্ট ব্রমউইচ (৮-০, ১৮৯৩ সালে), নিউ ক্যাসলের মাঠে সান্ডারল্যান্ড (৯-১, ১৯০৮ সালে) ও কার্ডিফ সিটির মাঠে উলভসের (৯-১, ১৯৫৫)।

ম্যাচের দশম মিনিটে বেন চিলওয়েলের লক্ষ্যভেদে শুরু হয় লেস্টারের গোল উৎসব। ওই গোলের আক্রমণের শুরুতে পেরেজকে ফাউল করেছিলেন সাউদাম্পটনের রায়ান বার্ট্রান্ড। ভিএআর প্রযুক্তির সাহায্য নিয়ে তাকে লাল কার্ড দেখান রেফারি। একজন খেলোয়াড় বেশি নিয়ে প্রতিপক্ষকে চেপে ধরে লেস্টার। ১৭তম মিনিটে ব্যবধান বাড়ান ইয়োরি টিয়েলেমান্স। দুই মিনিট পর ম্যাচের স্কোরলাইন ৩-০ করেন পেরেজ। ৩৯তম মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোলের দেখা পান এই স্প্যানিশ ফরোয়ার্ড।

প্রথমার্ধের যোগ করা সময়ে সাউদাম্পটনের জালে পঞ্চমবারের মতো বল পাঠান ইংলিশ স্ট্রাইকার ভার্ডি। বিরতির পরও আক্রমণের ধারা অব্যাহত রাখে লেস্টার। ৫৭তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন পেরেজ। পরের মিনিটে স্বাগতিক গোলরক্ষক অ্যাঙ্গাস গানকে ফের পরাস্ত করেন ভার্ডি। ৮৫তম মিনিটে জেমস ম্যাডিনসন গোল পেলে রেকর্ড গড়ার সুবাস পেতে থাকে অতিথিরা। ম্যাচের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে জাল কাঁপিয়ে ভার্ডিও হ্যাটট্রিকের দেখা পেলে ইতিহাসের পাতায় নাম লেখায় লেস্টার। এই জয়ে ১০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার দুই নম্বরে উঠে এসেছে লেস্টার। ৯ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে বর্তমান লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ