Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানে বড় লিড কিশোরদের

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় দিনশেষে ২০৬ রানে এগিয়ে আছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। প্রথম দিন বিকেলেই ধসে পড়েছিল পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দলের টপ অর্ডার। দ্বিতীয় দিন উইকেট শিকারে যোগ দিলেন আমির হোসেন। পাকিস্তানকে গুঁড়িয়ে প্রথম তিন দিনের ম্যাচে বড় লিড পেয়েছে বাংলাদেশ।

রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে গতকাল ম্যাচের দ্বিতীয় দিন স্বাগতিকদের ১১৭ রানে গুটিয়ে ৮৭ রানের লিড পায় বাংলাদেশের কিশোররা। দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ ৪ উইকেটে ১১৯। দিন শেষে ৬ উইকেট হাতে নিয়ে বাংলাদেশ এগিয়ে ২০৬ রানে। ৪৭ রানে ব্যাট করছেন অধিনায়ক নাঈম আহমেদ।

৪ উইকেটে ৪০ রান নিয়ে দিন শুরু করা পাকিস্তান শরীফ-আসিফের বোলিং তোপে ৬৭ রানে হারায় নয় উইকেট। এরপরই সবচেয়ে বড় জুটির দেখা পায় স্বাগতিকরা। সর্বোচ্চ ৫১ রান করা আফজাল খানকে ফিরিয়ে ৫০ রানের জুটি ভাঙেন আসিফ। আগের দিন দুই উইকেট নেওয়া শরীফ মোট ২৪ রানে নিয়েছেন চারটি। ১৯ রানে তিনটি নিয়েছেন আসিফ।

দ্বিতীয় ইনিংসে সাবধানী ব্যাটিং করছে বাংলাদেশ। ঠান্ডা মাথায় দলকে এগিয়ে নিচ্ছেন অধিনায়ক নাঈম। ২৫ রানে ওপেনিং জুটি ভাঙার পর তানভির আলমকে নিয়ে ৭১ রানের জুটি গড়েন তিনি। ১৩৪ বলে ৭ চারে ৪২ রান করা তানভির ফেরার পর দ্রæত বিদায় নেন রেদোয়ান হোসেন ও আসিফ। দিনের বাকি সময় লিমন হোসেনকে নিয়ে কাটিয়ে দেন নাঈম। ২০১ বলের ধৈর্যশীল ইনিংসে ৭টি চার মেরেছেন এই টপ অর্ডার।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল ১ম ইনিংস: ২০৪ ও ২য় ইনিংস: ৬২ ওভার ১১৯/৪ (অনিক ১১, তানভির ৪২, নাঈম ৪৭*; আহমেদ ১/২৬, আসফাদ ২/২৮, খালিদ ১/৩৭)
পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দল ১ম ইনিংস: (আগের দিন ৪০/৪) ৪৫.১ ওভারে ১১৭ (ওয়াকাস ১৫, ইবরার ৫১; মুশফিক ২/৩৩, আশিকুর ১/৩৩, শরীফ ৪/২৪, আসিফ ৩/১৯)



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ