মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন বলে অভিযোগ করেছে আইএসপিআর। শুক্রবার এক বিবৃতিতে বলা হয়, তার হাতে নিরপরাধ মানুষের রক্ত লেগে আছে। তিনি এখন ভারতীয় প্রতিরক্ষা কর্মকর্তাদের প্রধান হতে চাচ্ছেন। সামরিক কর্মকর্তাদের প্রধান (সিডিএস) হচ্ছে একটি প্রস্তাবিত পদ। যাকে এই দায়িত্ব দেয়া হবে, তিনি ভারতীয় সেনা, বিমান ও নৌবাহিনীর সমন্বিত প্রধানের দায়িত্ব পালন করবেন। খবর ডন অনলাইনের। পাক আন্তঃবাহিনী জনসংযোগ অধিদফতরের (আইএসপিআর) প্রধান মেজর জেনারেল আসিফ গফুর বলেন, জেনারেল রাওয়াত বারবার যুদ্ধকে উসকে দিচ্ছেন। যুদ্ধ বাধাতে তিনি বিবৃতি দিচ্ছেন। যা এ অঞ্চলের শান্তির জন্য হুমকি। ‘গত ২৬ ফেব্রুয়ারি থেকে ভুয়া সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে তিনি ভারতীয় সেনাবাহিনীকে একটি দুর্বৃত্ত বাহিনীতে পরিণত করেছেন। এতে সেনা সদস্যরা হত্যাকান্ডের শিকার হচ্ছেন,’ বললেন আসিফ গফুর। জেনারেল রাওয়াতের বিবৃতি সম্পর্কে তিনি বলেন, নিষ্পাপদের রক্তে হাত রাঙিয়ে, পাকিস্তানি সশস্ত্র বাহিনীর হাতে ভারতীয় সেনাদের প্রাণহানি, প্রযুক্তিগত ত্রুটির কারণে বিমান বিধ্বস্ত, সঙ্গে ভ্রাতৃহত্যা- এসব কিছু তিনি কেবল এসডিএস হওয়ার জন্যই করেছেন। পেশাগত সামরিক ম‚ল্যবোধের বিনিময়ে বিপিন রাওয়াত এসব কিছু করছেন। ডন অনলাইন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।