Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাখাইনে পুলিশের ট্রাকে এএ’র হামলায় নিহত ২

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

রাখাইন রাজ্যের বুথিডং টাউনশিপের কাছে বৃহস্পতিবার একটি পুলিশ ট্রাক লক্ষ্য করে দ‚র নিয়ন্ত্রিত মাইনের বিস্ফোরণ ঘটানো হলে ২ পুলিশ নিহত ও ৫ জন আহত হয়েছে। তথ্য মন্ত্রণালয় জানায়, পুলিশ সদস্যদের গাড়িটি একটি কারা-ভ্যান পাহারা দিয়ে মংডু জেলা আদালত থেকে বুথিডং ফিরছিলো। শহরের ঠিক বাইরে এই হামলার ঘটনা ঘটে। ট্রাকে ১৪ জন পুলিশ সদস্য এবং কারা-ভ্যানে ১০ জন অভিযুক্ত ছিলো। আরাকান আর্মি (এএ) দ‚র নিয়ন্ত্রিত যন্ত্রের মাধ্যমে মাইনের বিস্ফোরণ ঘটায়। পরে ক্ষুদ্র অস্ত্র নিয়ে হামলা করে। ৫ পুলিশ ও দুই কারাবন্দী আহত হয় বলে সরকারের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। আহত দুই পুলিশ পরে মারা যায়। বিকেল চারটার দিকে এই হামলার ঘটনা ঘটে। এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ