Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকারি প্রতিষ্ঠানে হেডস্কার্ফ পরার বিরোধী ইমানুয়েল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, সরকারি প্রতিষ্ঠানগুলোতে মুসলিম নারীদের হেডস্কার্ফ পরার বিরোধী তিনি। তিনি বৃহস্পতিবার রিইউনিয়ন আইল্যান্ডে সফরকালে সাংবাদিকদেরকে মুসলিম নারীদের হেডস্কার্ফ বিষয়ে কথা বলেন। পশ্চিমা দেশগুলোতে স¤প্রতি একটি বিতর্কের বিষয়বস্তুতে পরিণত হয়েছে। ম্যাক্রোঁ বলেন, পাবলিক স্পেসে নারীদের হেডস্কার্ফ পরার বিষয়টি দেখার দায়িত্ব আমার না। তবে বিদ্যালয়সহ সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোতে হেডস্কার্ফ পরার বিষয়টি দেখার দায়িত্ব আমার। তিনি বলেন, কিছু প্রতিবেশী দেশ এবং কয়েকজন নারীদের হেডস্কার্ফ পরাকে রাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্কহীনতার প্রতীক হিসেবে ব্যবহার করে। ফ্রান্সের ডানপন্থি আইনপ্রণেতা জুলিয়েন ওদৌল দুই সপ্তাহ আগে প‚র্বাঞ্চলীয় বেসানকনে অনুষ্ঠিত এক বৈঠকে একজন মুসলিম নারীকে তার হেডস্কার্ফ সরাতে অনুরোধ করেন। তিনি তাকে মৌখিকভাবে আক্রমণও করেন। এই ঘটনার পর মুসলিম নারীদের হেডস্কার্ফ পরার বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়। অবশ্য ৯০ জন শিক্ষাবিদ, পরিচালক, অভিনেতা এবং সাংবাদিক ম্যাক্রোঁকে লেখা এক চিঠিতে তাকে এই নারীকে আক্রমণের প্রতি নিন্দা জানানোর অনুরোধ করেন। ডেইলি সাবাহ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ