Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনে মিললো দুই মাথাওয়ালা সাপ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

স¤প্রতি চীনে একটি দুই মাথাওয়ালা সাপের সন্ধান মিলেছে। দেশটির হাবেই প্রদেশের শেনঝৌ শহরে এক কৃষক সম্প্রতি তার ঘর থেকে আবিষ্কার করেন ওই দুই মাথাওয়ালা সাপকে! ওই কৃষক জানিয়েছেন, সাপটিকে তুলে এনে একটা পাত্রে রেখে দেন তিনি। তবে ক্রমেই দুই মাথাওয়ালা সাপের খবর পুরো গ্রামে ছড়িয়ে যায়। পুরো এলাকার মানুষ তার বাড়িতে এসে হাজির হয়। সবাই অবাক বিস্ময়ে সাপটিকে দেখতে থাকেন। এদিকে সাপটির একটি ভিডিও শেয়ার করেছে ‘পিপলস ডেইলি’। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, সাপটি কেমন মসৃণ গতিতে ঘরের মেঝেতে ঘুরে বেড়াচ্ছে। তবে হতাশার বিষয় হলো, শেষ পর্যন্ত সাপটি পালিয়ে যায়। একটি শিশু সাপ রাখার পাত্রটি উল্টে দিতেই সুযোগ বুঝে পালিয়ে যায় ওই সাপটি। তবে ইতোমধ্যেই ওই সাপের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। টুইটারে পোস্ট হওয়ার পর কয়েক ঘণ্টাতেই সাপের ওই ভিডিওটি ২৮ হাজার বার দেখা হয়েছে। অবাক হওয়ার পাশাপাশি কেউ কেউ আবার এই ভয়ঙ্কর সুন্দর প্রাণীটিকে দেখে মুগ্ধতা প্রকাশ করেছে। পিপলস ডেইলি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ