মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জননায়ক জনতা পার্টির (জেজেপি) সঙ্গে জোট করেই শেষপর্যন্ত হরিয়ানায় সরকার গঠন করবে বিজেপি। অনেক নাটকীয়তা শেষে দলটির সভাপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের একদিন পর শুক্রবার রাতে এই ঘোষণা করেন। অমিত শাহ বলেছেন, ‘জনগণের নির্বাচনের কথা মাথায় রেখে বিজেপি এবং জেজেপির নেতারা সিদ্ধান্ত নিয়েছেন যে দুটি দল মিলেই হরিয়ানায় সরকার গঠন করা হবে। মুখ্যমন্ত্রী হবেন বিজেপির সদস্য এবং উপ-মুখ্যমন্ত্রী হবেন জেজেপি থেকে। ভারতীয় টেলিভিশন এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিজেপি দলীয় হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর এবং জেজেপি প্রধান দুষ্মন্ত চৌতালার উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনে শুক্রবার রাতে এই ঘোষণা দেন অমিত শাহ। হরিয়ানার নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেলেও সরকার গঠন প্রয়োজনীয় আসনে জয় পায়নি। সরকার গঠনে ছয় বিধায়কের প্রয়োজন ছিল এই দলটির। আটজন নির্দল বিধায়কের দিকেই নজর ছিল তাদের। এদের মধ্যেই ছিলেন বিতর্কিত গোপাল কান্দা। তবে গোপাল কান্দাকে নিয়ে তীব্র প্রতিক্রিয়ার মুখোমুখি হয় বিজেপি। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।