Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুবিধা বঞ্চিতদের পাশে তোমার সাথে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০১৯, ৬:০৯ পিএম

দুখী মানুষের সহায়তার জন্য একঝাঁক বৌদ্ধ তরুণ ও তরুণীদের সৃষ্টি করেছে তোমার সাথে বাংলাদেশ নামে সামাজিক সংগঠনটি। আমরা গড়বো মানবতার দেশ-শ্লোগানকে বুকে ধারণ করে পরিবর্তনকে সামনে রেখে শুক্রবার (২৫ অক্টোবর) গরীব অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়াবার প্রত্যয় নিয়ে তাদের মধ্যে খাবার ও কাপড় বিতরণ করে রাজধানী ঢাকার পাশে পূর্বাচলে কোনো একটি শীততাপ নিয়ন্ত্রিত রেস্তোরায়। সেখানে একশ’জন দরিদ্রকে খাবার খাওয়ানোর পাশাপাশি তাদেরকে বিনোদন উপভোগের সুযোগ দেয়া হয়। এশিয়ান টিভি ও এশিয়ান রেডিওর চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সিআইপি হারুন অর রশীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্রের মাঝে বস্ত্র বিতরণ করেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ঢাকা মহানগরী উত্তরের সাধারন সম্পাদক শবনম জাহান শীলা। সংগঠনের সভাপতি হিমেল রাজের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলন বিশিষ্ট অভিনেত্রী দিলারা জামান, বিশিষ্ট অভিনেতা ও শিক্ষক ড. ইনামুল হক, বিশিষ্ট অভিনেত্রী ফাল্গুনী হামিদ, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক সাবিহা সেতু, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বেবী বড়–য়া প্রমূখ। সংগঠনের লক্ষ্য হলো, সুবিধাবঞ্চিত এই মানুষগুলোকে ধীরে ধীরে স্বাবলম্বী করা, সব সময় তাদের পাশে থাকা।



 

Show all comments
  • বেবীবড়ুয়া ২৬ অক্টোবর, ২০১৯, ১০:১৮ পিএম says : 0
    আপনারা আমাদের নউজটি ভুল করেছেন দয়াকরে সংশোধনকরুন এ সংগঠনটি সকল সম্প্রদায়েরবৌদ্ধলেখাটি হবে না
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ