Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারী দলের প্রথম ম্যাচ আজ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০১৯, ৩:৪৬ পিএম

নিরাপত্তা শঙ্কার মাঝেই বাংলাদেশ নারী ক্রিকেট দল পাকিস্তান সফর করেছে। আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দু’দল।
চার বছর পর পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে দেশটিতে গেছে বাংলাদেশের মেয়েরা। প্রায় এক বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে টাইগ্রেসরা। নিরাপত্তা শঙ্কার মধ্যেই পাকিস্তানে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে জাহানারা-সালমারা। দলের মূল কোচিং স্টাফ ছাড়াই সফরে গিয়ে অনুশীলনও করেছে নারী দল।
প্রথম ম্যাচে মাঠে নামার আগে গাদ্দাফি স্টেডিয়ামের নেটে দীর্ঘ সময় অনুশীলন করেছে সানজিদা-সুপ্তারা। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ১২টি ম্যাচে মুখোমুখি হয়েছে দু’দল। যেখানে খুব একটা সুখস্মৃতি নেই বাংলাদেশের। একটি মাত্র ম্যাচেই জয় পেয়েছে সালমা-রুমানারা। সবশেষ গত বছর কক্সবাজারে বাংলাদেশ নারীদলকে ৩-০ ব্যবধানে হারিয়েছিলো পাকিস্তান।
আজ প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার পর একই ভেন্যুতে ২৮ ও ৩০ তারিখ বাকি দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। নভেম্বরের ২ ও ৪ তারিখে একই ভেন্যুতে দুটি ওয়ানডে ম্যাচ খেলে দেশে ফিরে আসবে বাঘিনীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ