Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ম্যাজিস্ট্রেটকে দেখে বৌ রেখে দৌড়ে পালালো বর

পাবনা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০১৯, ২:১৫ পিএম

পাবনার সাঁথিয়া উপজেলায় টলট গ্রামের পঞ্চম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এ ঘটনায় বিয়ের ঘটক ইসমাইল হোসেন (৫৫) , বরের চাচা আনোয়ার হোসেন (৩২) ও বন্ধু শাহীন শেখকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বিকেলে টলট গ্রামের পঞ্চম শ্রেণির এক ছাত্রীর বিয়ের প্রস্তুতি চলছিল। এমন খবর পেয়ে বিয়েবাড়িতে উপস্থিত হন সাঁথিয়ার ইউএনও এসএম জামাল আহমেদ। তার উপস্থিতি বুঝতে পেরে মেয়ের বাবা ও বরসহ অনেকেই পালিয়ে যান।

পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও এসএম জামাল আহমেদ একমাস করে কারাদণ্ড দেন।

এদিকে ওই ছাত্রীকে বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না এমন মুচলেকা নিয়ে মা হাসিনা খাতুনের জিম্মায় দেওয়া হয়। এদিকে সাজাপ্রাপ্ত তিনজনকে সাঁথিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া ওই ছাত্রীকে শিক্ষার খরচ দেওয়ার ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জামাল আহমেদ।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, সাজাপ্রাপ্তদের জেল-হাজতে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাল্যবিয়ে

২৬ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ